পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vO8ły . মেদিনীপুরের ইতিহাস । ছিল। ঐ মন্দিরটি রাঢ় দেশেরই শেষ সীমায় নিৰ্ম্মিত হওয়ায়, উড়িয়া হইতে পৃথক করিবার জন্য উহাকে রাঢ়া দেউল নামে পরিচিত করা হইয়া থাকিবে । আর সেই কারণেই, রাঢ় হইতে পৃথক বলিয়া ব্ৰাহ্মণভূমেরও আরাঢ় ব্রাহ্মণভূম (রাঢ় নয়) নামকরণ হইয়াছিল, বলিয়া আমাদের বিশ্বাস। ১৬৬০ খৃষ্টাব্দে অঙ্কিত ভ্যানন্ডেন ক্রকের মানচিত্রে বাঙ্গালা ও উড়িষ্যার সীমান্তে চিতুয়া বরদার পশ্চিমে মন্দিরাকৃতি একটি চিত্র অঙ্কিত আছে দুষ্ট হয়। * আমাদের অনুমান উহ। ঐ নেড়া দেউল বা রাঢ়া দেউলের চিত্র । ঝাড়েশ্বর মহাদেবের মন্দির কেশপুর থানার অন্তর্গত আনন্দপুরের নিকটবর্তী কাণাষোল গ্রামে অবস্থিত। চৈত্রমাসে চড়ক পূজার সময় এই স্থানে যে মেলা বসে তাহাতে দেশ বিদেশের বহু সংখ্যক লোকের সমাগম হইয়া থাকে। - গড়বেতা থানার অন্তর্গত গনগনি-ডাঙ্গা, ভিকনগর, একচক্র প্রভৃতি প্রাচীন স্থানগুলির কথা পূৰ্ব্বে বলা হইয়াছে। বগড়ীর রাজাদের রাজধানী প্রথমে গড়বেতা গ্রামে ছিল, পরে র্তাহার গোয়ালতোড় গ্রামে উহা স্থানান্তরিত করেন ; এক্ষণে র্তাহাদের অধঃস্তন পুরুষগণ মঙ্গলাপোতা গ্রামে বাস করিতেছেন। বর্তমান সময়ে গড়বেতার পূৰ্ব্ব সমৃদ্ধির বিশেষ কোন চিহ্নই নাই । বগড়ীর অন্ততম স্বাধীন নরপতি রাজা তেজচন্দ্রের নিৰ্ম্মিত প্রসিদ্ধ রায় কোটা দুর্গট কালে চূর্ণ বিচূর্ণ গড়বেতার রায় কোটা দুর্গ।

  • “West of Barada a monument is drawn to make the frontier

between Bengal and Orissa.” Professor Blochman's Notes in Hunters’ Statistical Account of Bengal, Vol. I., p. 376.