পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিবেদন । রাজকাৰ্য্য উপলক্ষে এক সময় আমাকে মেদিনীপুর জেলার গ্রামে গ্রামে ঘুরিতে হইয়াছিল ; সেই সময় বহু প্রাচীন কীৰ্ত্তি দৃষ্টিপথে পতিত হওয়ায় এবং নানাপ্রকার কিম্বদন্তী শ্রুতিগোচর হওয়ায়, মেদিনীপুর জেলার একখানি ইতিহাস লিখিবার ইচ্ছা মনের মধ্যে উদিত হয়। তাহারই ফলে, বিগত দশ বৎসর যাবৎ সাধ্যমত পরিশ্রম করিয়া যে সকল উপাদান সংগ্ৰহ করিতে পারিয়াছি তাহাই একত্রে গ্রথিত করিয়া মেদিনীপুরের ইতিহাসের এই কঙ্কালখানি জন সমাজে প্রকাশ করিলাম। ভবিস্তুতে কোন যোগ্য ব্যক্তি কর্তৃক ইহার অবয়ব সম্পূর্ণ হইলে আমার শ্রম সার্থক হইবে । মেদিনীপুরের ইতিহাস বাঙ্গালা ও উড়িষ্ণু উভয় প্রদেশের ইতি হাসের সহিত ঘনিষ্টভাবে জড়িত। এক প্রকার বলা যাইতে পারে, এই দুই প্রদেশের ইতিহাসের দুইটী অধ্যায় লইয়াই মেদিনীপুরের ইতিহাস। সেইজন্য এই দুই প্রদেশের ইতিহাসের সহিত যুগে যুগে সামঞ্জস্ত রক্ষা করিয়া মেদিনীপুরের এই ইতিহাসখানি রচনা করিতে প্রয়াস পাইয়াছি। বর্তমান যুগের লব্ধপ্রতিষ্ঠ প্রত্নতত্ত্ববিদৃগণের লিথিত ঐতিহাসিক গ্রন্থ ও প্রবন্ধাদি, প্রাচীন শিলালিপি, প্রাচীন মুদ্র, সরকারী দপ্তরখানায়ু ও স্থানীয় প্রাচীন জমিদারদিগের বাটতে রক্ষিত পুরাতন কাগজ পত্র ও প্রচলিত কিম্বদন্তী অবলম্বনে এই গ্রন্থ রচিত হইয়াছে। মেদিনীপুরের কথা লইয়া ইতঃপূৰ্ব্বে যে সকল সরকারী রিপোর্ট, পুস্তক বা প্রবন্ধাদি প্রকাশিত হইয়াছে তাহা হইতেও আমি