পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৪০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిటy মেদিনীপুরের ইতিহাস। কূপের মধ্যে লুক্কায়িত রাখিয়া মন্দির ত্যাগ করিয়া যান। আবার কেহ কেহ বলেন যে, পূজকগণ শিব লিঙ্গকে কূপের মধ্যে রাখেন নাই, তাহার এই কথা প্রকাশ করিয়া দিয়া উহাকে স্থানান্তরিত করিয়াছিলেন। পূৰ্ব্বোক্ত কপিলেশ্বর নামক মহাদেবই ঐ শিবলিঙ্গ এবং কপিলেশ্বর দেবের প্রতিষ্ঠিত বলিয়াই উহার ঐরূপ নামকরণ হইয়াছে। এই শিবলিঙ্গটি অতি মন্থণ কৃষ্ণবর্ণ মৰ্ম্মর প্রস্তরে নিৰ্ম্মিত । এই স্থানে মুসলমান দিগের অধিকার প্রতিষ্ঠিত হইলে পর তাহারা ঐ মসজিদটী প্রস্তুত করিয়াছিলেন। আবার অষ্টাদশ শতাব্দীর প্রথমাৰ্দ্ধ ভাগে মহারাষ্ট্রীয়গণ উড়িষ্যায় আধিপত্য স্থাপন করিলে এ প্রদেশের কিয়দংশও তাহাদিগের হস্তগত হয়। তাহারা তখন পুনরায় মুসলমানদিগকে ঐ স্থান হইতে বিতাড়িত করিয়া উহাকে একটি দুর্গে পরিণত করেন। মসজিদটী ও চতুর্দিকস্থ প্রকোষ্ঠগুলি সৈন্যদিগের বাসস্থানরূপে নির্দিষ্ট হয়। শিবলিঙ্গ কৃপাভ্যন্তর হইতে ষোড়শোপচারে পূজা পাইতে থাকেন। মহারাষ্ট্রীয়গণ যতদিন এ প্রদেশে রাজত্ব করিয়া ছিলেন ততদিন উহা তাহাদের অন্যতম দুৰ্গরূপে ব্যবহৃত হইয়াছিল। তাহাদিগের আধিপত্য লোপের পর হইতে উহ অব্যবহার্য্য অবস্থায় পড়িয়। রহিয়াছে। দুর্গটির এখন ধংসাবস্থা। চারিদিক বন জঙ্গলে পরিপূর্ণ। গ্রামবাসিগণ সময় সময় কুপ মধ্যস্থ মহাদেবের পূজা দিতে এখানে আসিয়া থাকে। অন্ত সময় ইহা শৃগাল বরাহের লীলাভূমি। এই দুর্গটার পূর্বদিকে সিংহ-দ্বারের সম্মুখে উচ্চতাঁর ভূমি ও প্রাচীর বেষ্টিত শিবের কুণ্ড বা বজ্ঞেশ্বর কুণ্ড নামে একটি সুগভীর পুষ্করিণী আছে। পুষ্করিণীটা কুম্ভীরে পরিপূর্ণ। মোগল রাজত্বের সময় কেশিয়াড়ীতে একটি প্রধান তহশীল কাছারী ছিল। সেই কারণে বহু সংখ্যক মোগলের এ প্রদেশে আমদানী