পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৪০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন কীৰ্ত্তি ও কাহিনী । פרסי কৰ্ম্মচারী বা ‘নায়ক’ ছিলেন তিনিই এ পুষ্করিণী তহশীল কাছারীর সন্নিকটে খোদিত করেন। নারায়ণগড় থানার মধ্যে নারায়ণগড় গ্রামে নারায়ণগড়ের প্রাচীন রাজবংশের গড়বাড়ী অবস্থিত। উহাই হান্দোল-গড় নামে পরিচিত। এই রাজবংশের দ্বিতীয় রাজা নারায়ণ বল্লভ পাল এই স্থানে প্রায় তিন শত বিঘা ভূমি সুগভীর পরিখা বেষ্টিত করিয়া তন্মধ্যে রাজভবন প্রস্তুত করিয়াছিলেন। পরিখার ভিত ও পুরাতন রাজবাটীর ধ্বংসাবশেষ অঞ্চাপি मृठे श्य । নারায়ণগড়ের চারিদিকে সেকালে চারিটি স্বার ছিল । তন্মধ্যে নারায়ণগঞ্জের মধ্য দিয়া উৎকল গমনাগমনের ষে পুরাতন রাস্তাটী ছিল উহার উপরিস্থ দ্বারটিই প্রাধান ছিল । এ প্রদেশে উহা যম দুয়ার’ নামে প্রসিদ্ধ। ব্ৰহ্মাণী দেবীর প্রাচীন মন্দিরটার সান্নিধ্যহেতু উহা ব্ৰহ্মাণী দরজা নামেও পরিচিত। উৎকল গমনের ঐ পথটর উভয় পার্শ্বে হিংস্র জন্তুতে পূর্ণ নিবিড় জঙ্গল থাকায় তৎকালে এই দরজাট রুদ্ধ করিয়া দিলে উৎকল গমনাগমনের পথ একপ্রকার বন্ধ হইয় ঘাইত। এইরূপ কিম্বদন্তী যে, উৎকল সম্রাটদিগের নির্দেশমত যাত্রীদিগকে নারায়ণগড়ের রাজার নিকট হইতে ‘ছাড়পত্র’ লইয়া এই দ্বার অতিক্রম করিতে হইত। স্বারে প্রকাগু লৌহ কপাট ছিল। এক্ষণে তাহার চিহ্ন স্বরূপ কেবল একটি প্রস্তর-স্তম্ভ দণ্ডায়মান আছে। উহার গাত্রে অর্গলবদ্ধ করিবার চিহ্নও দৃষ্ট হয়। অম্বুমাল, গ্রয়োদশ শতাব্দীতে এই দরজাট নিৰ্ম্মিত হইয়াছিল। দ্বিতীয় স্বারটর নাম "সিদ্ধেশ্বর দরজা’। ঐস্থানে সিদ্ধেশ্বর নামে बाझाग्न१%ाफूङ्ग “হানোল-গড়’ । নারায়ণগড়ের क्लॉग्नि िप्रब्रछ ।