পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৪১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন কীৰ্ত্তি ও কাহিনী । gፃ ፄ উৎকলাধিপতি রাজা মুকুন্দদেবের মন্ত্রী ছিলেন। দাতনে যেরূপ বিষ্ঠাধর নামক পুষ্করিণী দেখিতে পাওয়া যায়, ঐরূপ নামের ক্ষুদ্রতর আরও কয়েকটা পুষ্করিণী জগন্নাথ রাস্তার পার্থে স্থানে স্থানে দৃষ্ট হয়। এই কারণে নারারণগড়ের মন্ত্রীর অপেক্ষা উৎকলাধিপতির মন্ত্রীর পক্ষে এইগুলি প্রতিষ্ঠা করা অধিকতর সম্ভবপর। কিন্তু উৎকলের ইতিহাসে বিদ্যাধর নামে কয়েকজন মন্ত্রীর নাম পাওয়া যার । রাজা ইন্দ্ৰদ্যুম্নের, রাজা অনঙ্গভীম দেবের ও রাজা প্রতাপ রুদ্র দেবের মন্ত্রীদের নামও বিদ্যাধর ছিল। সুতরাং কোন বিদ্যাধর কর্তৃক যে এই পুষ্করিণীট প্রতিষ্ঠিত হইয়াছিল তাহা সঠিক বলা যায় না । বিদ্যাধর যে স্থানের অধিবাসী হউন না কেন এই সুবৃহৎ পুষ্করিণীটা তাহার পধিত্র নাম-ঘোষণা করিতেছে। দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর, শতাব্দীর পর শতাব্দী ধরিয়া কত কালই অতীতের অন্ধকারে বিলীন হইয়া গেল, কত রাজা, মহারাজা, কত সম্রাটু, সাম্রাজ্য গেল, কত প্রাসাদ, কত মন্দির, কত মসজিদৃ ধূলিসাৎ হইল, কিন্তু গৃহস্থ বিদ্যাধরের পবিত্র নাম অস্থাপি অবিকৃত রহিয়াছে। লক্ষ লক্ষ কোটী কোট জগন্নাথ যাত্রী কত কাল ধরিয়৷ এই জলাশয়ে অবগাহন ও ইহার স্বশীতল বারি পান করিয়া পরিতৃপ্ত হইতেছে। - - দাতনের অনতিদূরে শরশঙ্ক-নামক আর একটি বৃহৎ পুষ্করিণী স্বচ্ছ সুবৃহৎ দর্পণ খণ্ডের স্তায় বিশাল বক্ষ বিস্তার করিয়া শোভা পাইতেছে। বোধ হয় বঙ্গে বা উৎকলের অন্ত কোম স্থানেই এত বড় পুষ্করিণী অার একটিও নাই। দিনাজशूद्रद्र ठगन शैौषि अषवा भईौनांण शैषिद्र श्रद्दलचe *ब्रतक गैौषि इह९ ७ ब्रभमैौब्र । ठ*ाम शैौचिन्न देशरी s१०० किल्ले ७६१dथख ०१४०

  • ब्र*क झौशि ।