পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৪১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●* মেদিনীপুরের ইতিহাস । ফিট । মহীপাল দীঘির দৈর্ঘ্য ৩৮০৪ এবং প্রস্ত ১১০০ ফিট । * শরশঙ্ক দীঘির দৈর্ঘ্য ৫০•• ফিট এবং প্রস্ত ২৫০০ ফিট । { কিন্তু দুর্ভাগ্য প্রযুক্ত বাঙ্গালা বা উৎকলের কোন ইতিহাসে ইহার উল্লেখ দেখা যায় নাই। জনশ্রুতি, পাণ্ডববংশীয় রাজা শশাঙ্কম্বেৰ যে সময় জগন্নাথদেবের দর্শনোপলক্ষে পুরী গমন করিতেছিলেন সেই সময় বঙ্গ ও উৎকলের সীমান্তে স্বীয় নামে এই সরোবরটা প্রতিষ্ঠা করিয়া যান । কিন্তু পাণ্ডব বংশীয় শশাঙ্ক নামে কোন রাজার নাম আবিষ্কৃত হয় নাই। উৎকলের ইতিহাস মাদলা পাঞ্জীতে শরশঙ্ক নামে গঙ্গবংশের এক রাজার নাম আছে এবং বাঙ্গালার ইতিহাসের গৌড়ের সম্রাট, শশাঙ্কর নাম স্ববিখ্যাত। এক সময় গোঁড়াধিপতি এই শশাঙ্কর রাজ্য দক্ষিণে গঞ্জাম পৰ্য্যন্ত বিস্তৃত ছিল। ইহঁাদের মধ্যে কে যে এই সুবৃহৎ পুষ্করিণীটার প্রতিষ্ঠাতা তাহা জানা মায় নাই। প্রবাদ অাছে, বিদ্যাধর ও শরশঙ্কর সহিত যোগ রাখিবার জন্য মৃত্তিকাভ্যন্তরে চারি হাত উচ্চ ও তিন হাত প্রস্ত একটি প্রস্তর নিৰ্ম্মিত সুড়ঙ্গ আছে । শরশঙ্কা দীঘিট সংস্করণভাবে ক্রমশঃই অধ্যবহার্য্য হইয়। পড়িতেছে। বিষ্ঠাধর ও শরশঙ্ক ব্যতীত দাতন থানার মধ্যে আরও কয়েকটা পুরাতন পুষ্করিণী আছে। তন্মধ্যে দাতনের নিকটবৰ্ত্তী ধৰ্ম্মসাগর ও জয়রামপুর ও ঝারি গ্রামের পুষ্করিণী দুইটি উল্লেখ ধোগ্য। সংস্করণাভাবে এই সকল পুষ্করিণী দিন দিন অব্যবহার্ষ্য হইয়া পড়িতেছে। পূৰ্ব্বে জলদান একটি মিশেষ পুণ্য কাৰ্য্য বলিয়া লোকের বিশ্বাস ছিল। কিন্তু ক্রমশঃ সে বিশ্বাস শিথিল • List of Ancient Monuments in Bengal. ধৰ্ম্মসাগর । t District Gazetteer-Midnapore, -p, 178. ,