পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৪১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন কাৰ্ত্তি ও কাহিনী। אגר כי হইতে থাকায় নূতন পুষ্করিণী প্রতিষ্ঠা করা দূরের কথা এই সকল পুষ্করিণী সংস্কার করার আবশুকতাও লোকে বোৰ করিতেছি না। অথচ দেশে জলকষ্টের সীমা নাই । দাতনের দুই মাইল উত্তরে অবস্থিত মোগলমারী গ্রামের নাম পূৰ্ব্বে কয়েকবার উল্লেখ করা হইয়াছে। ঐ গ্রামে একটি মৃত্তিক ও ইষ্টকৰ্তৃপ শশিসেনার পাঠশালা বলিয়া অস্থাপি অভিহিত হইয়া থাকে। জনশ্রুতি, ঐ স্থানে রাজা বিক্রমকেশরীর কন্যা শশিসেনা বা সখিসেনার সহিত অহিমাণিকের প্রথম সাক্ষাৎ হয় । শশিসেনা নানা বিদ্যায় ও নানাশাস্ত্রে সুশিক্ষিত৷ ছিলেন। তাহার বিদ্যবিত্তার অনেক কাহিনী এতদ অঞ্চলে প্রচলিত আছে। শশিসেনার ও অহিমাণিকের প্রণয়কাহিনী বৰ্দ্ধমান নিবাসী কবি ফকিররাম তাহার সখিসেন নামক কাব্যে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন । * মোগলমারীর নিকটে সাতদেীলা-নামক একটি গ্রাম আছে। জনশ্রুতি, সেই গ্রামে সারি সারি সাতটি সুবৃহৎ দেউল বা মন্দির ছিল বলিয়া উক্ত স্থানের ঐরূপ নামকরণ হইয়াছিল। সাতদৌলা গ্রাম। এইরূপ কিম্বদন্তী, বিক্রমাদিত্যের শ্বশুর পূৰ্ব্বোক্ত ভোজরাজ কর্তৃক উক্ত মন্দিরগুলি প্রতিষ্ঠিত হইয়াছিল। এক্ষণে সেই সকল মন্দিরের কোন চিহ্নই নাই। পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে, রাজঘাট রান্ত নিৰ্ম্মাণ কালে এই স্থান হইতে পুরাতন অট্টালিকার ধ্বংসাবশিষ্ট বহু সংখ্যক ইষ্টক ও প্রস্তর খণ্ড পাওয়া গিয়াছিল । দাতন থালার অন্তর্গত মনোহরপুর ও খঙরুই গ্রামে যথাক্রমে দাতনেরও খণ্ডক্কই গড়ের বর্তমান রাজবংশের গড়-বাড়ী,বিদ্যমান। এই রাজw syntfyrst offisa-istransar coa-Introduction, p, 73«. 3 . . শপিসেনার পাঠশালা ।