পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৪১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○げ鰭 মেদিনীপুরের ইতিহাস । গৃহাদি নিৰ্ম্মিত হইয়াছিল, কাল সহকারে তাহার উপর নূতন মৃত্তিকস্তর সঞ্চিত হইয়া প্রায় সাত আট ফিট উৰ্দ্ধ হইয়া উঠিয়াছে। বাহিরী গ্রামের মধ্যে ‘পালটিক্রী, শাপটিক্রী,’ ‘ধনটিক্করী" ও ‘গোধন টিক্কী’ নামে চারিটি স্বউচ্চ মৃত্তিকাণ্ড,প আছে। কিম্বদন্তী, মহাভারতীয় কালে ঐ স্থানেও মৎস্তদেশাধিপতি বিরাট রাজার একটি গোগৃহ ছিল এমং এই ভূপগুলি সেই সকল গোগৃহের ধ্বংসাবশেষ। জনশ্রুতি যাহাই থাকুক, মৎস্তদেশাধিপতি বিরাট রাজার সহিত যে এই সকল স্থানের কোন সম্বন্ধ ছিল না তাহ নিঃসন্দেহে বলা যাইতে পারে। ইতিপূৰ্ব্বে সে সম্বন্ধে আলোচনা করা হইয়াছে। বাহিরীর এই স্তুপগুলি আমাদের মনে বৌদ্ধযুগের ভূপের কথাই স্মরণ করাইয়া দেয়। আমাদের অনুমান, বৌদ্ধযুগে দাতন ও ময়না গড়ের ন্যায় বাহিরীতেও একটি সত্তারাম ছিল। বাহিরী নামটীও সেই প্রাচীন বিহার’ শব্দেরই হীন পরিণতি বলিয়া আমরা মনে করি। বাহিরীর বধ্যে বিধু বাহিরী’ নামে একটি স্থানের নাম শ্রত হওয়া যায় ; আবাদের অকুমান, উহা বৌদ্ধ বিহার’ শব্দেরই অপভ্রংশ। বাহিরী গ্রামে ও তন্নিকটবৰ্ত্তী স্থান সমূহে পুষ্করিণী প্রভৃতি খনন কালে সময় সময় বৌদ্ধযুগের প্রস্তর গঠিত যে দু’একটি মূৰ্ত্তি বাহির হয় তাহা হইতেও অনুমান করা যায় যে, এক সময়ে এই স্থানে বৌদ্ধধৰ্ম্মের বিশেষ প্রাধান্ত ছিল। ঐ সকল মূৰ্ত্তির গঠন প্রণালী দেখিলে শিল্পীর অদ্ভুত শিল্প নৈপুণ্যের পরিচয় পাওরা যায়। কিন্তু ছঃখের বিষয় ৰুক্তিগুলি প্রার ভগ্ন। কাহারও হাত নাই, কাহারও কান নাই, কাহারও মাক ভাঙ্গিয়াছে, কাহারও কাম ভাঙ্গিয়াছে, কাল্পরও শরীরের অৰ্দ্ধেকটাই গিাছে। সাহিত্ত্ব,"ট্যুও তাই দুঃখ করিয়া ry($(' বলিয়াছেন—“পুতুল-গুলাগু অনিক స్టీ अछ अन्नहौम , दहेञ्चf१