পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৪
মেদিনীপুরের ইতিহাস।

নির্দ্ধারিত কিস‍্মৎ জলেশ্বর, কিস‍্মৎ মালঝিটা ও কিস‍্মৎ মুজকুরির অন্তর্গত ৩৫টি পরগণা চাক‍্লা হিজলীর অন্তর্ভূত মুর্শিদকুলি খাঁর রাজস্ব-বিভাগ। হয়।[১] গ্রাণ্ট সাহেবের রাজস্ব-বিবরণী হইতে জানা যায় যে, ১৭২৮ খৃষ্টাব্দে (আমলি ১১৩৫ সাল) চাক‍্লা হিজলীতে ৩৮টি পরগণা ছিল এবং তৎকালে হিজলীর পরিমাণফল ১০৯৮ বর্গমাইল নির্দ্ধারিত হইয়াছিল।[২] ঐ সময় সরকার পেস্কোসের অন্তর্গত চন্দ্রকোণা ও বরদা পরগণা এবং সরকার মান্দারুণের অন্তর্গত চিতুয়া পরগণা চাক‍্লা বর্দ্ধমানের অন্তর্ভূত হয়।[৩]

 চাক‍্লা হিজলী ও চাক‍্লা বর্দ্ধমানের অন্তর্গত পূর্ব্বোক্ত পরগণাগুলি ব্যতীত জলেশ্বর, মুজকুরি ও গোয়ালপাড়া সরকারের অন্যান্য পরগণাগুলি চাক‍্লা মেদিনীপুর। বাঙ্গালার চাক্‌লাবিভাগের পর বহুদিন পর্য্যন্ত উড়িষ্যার অন্তর্গতই ছিল। পরবর্ত্তিকালে সেগুলি নূতন গঠিত চাক‍্লা মেদিনীপুর বিভাগের অন্তর্ভূত হয়। ১৭৬০ খৃষ্টাব্দের সন্ধিসর্ত্তানুসারে নবাব মিরকাশিম ইষ্ট ইণ্ডিয়া কোম্পনীকে চাক্‌লা বর্দ্ধমান, চাক‍্লা মেদিনীপুর ও চট্টগ্রাম (থানা ইসলামাবাদ) প্রদেশের সম্পূর্ণ অধিকার ছাড়িয়া দিলে, ঐ সকল স্থানে ইংরাজাধিকার প্রতিষ্ঠিত হয়।[৪] কিন্তু চাক‍্লা হিজলীতে তখনও মুসলমানদিগের আধিপত্য থাকে। ১৭৬৫ খৃষ্টাব্দে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী সমগ্র বাঙ্গালার দেওয়ানী প্রাপ্ত হইলে, চাক‍্লা হিজলীও ইংরাজাধিকারভুক্ত হয়।[৫]


  1. Grant's Analysis Vol. II. p. 189.
  2. Grant's Analysis Vol. II. pp. 364-365.
  3. Grant's Analysis Vol. II. pp. 366, 41o, 411.
  4. H. Verelst's “A view of the English Government in Bengal (1772) App. No. 47. Aitchison Vol. I. pp. 216-217.
  5. H. Verelst's view Vol. I. pp. 225-226.