পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন কীৰ্ত্তি ও কাহিনী । శ్రీly খাজুরীর সমাধিক্ষেত্রট পোষ্ট আফিসটির পশ্চাদ্ভূভাগে এবং *'কব:"টর সম্মুখে প্রাচীর বেষ্টনীর মধ্যে অবস্থিত । উহার - মধ্যে সাহেবদিগের তেত্রিশট সমাধি আছে । ན་ལ།།་་་་ তন্মধ্যে বাইশটীতে খোদিত লিপি আছে, এগার- টতে কিছু লেখা নাই । শেষোক্ত সমাধিগুলির অবস্থা দেখিলে ঐ গুলিকেই প্রাচীনতর বলিয়া মনে হয়। খাজুরীর সেই ঐসৌভাগ্যের দিনে যে সকল ইংরাজ কোম্পানীর কার্য্যে বা ব্যবসায়কল্পে অথবা বায়ু পরিবর্তনাদি উপলক্ষে এই দূরদেশে স্বজন বিরহ অবস্থায় বাস করিতেন তাহাদের কয়েকজন এই স্থানে দেহত্যাগ করিয়া যান । সে সময় দু-একজন সুহৃদ ব্যতীত কেহ তাহাদের পাশ্বে থাকেন নাই । স্বদেশে তাহাদের স্বজনগণ বহুদিন পরে তাহাঙ্গের মৃত্যু সংবাদ পাইতেন । - খাজুরীর সমাধি-ক্ষেত্রে লিপিফলকযুক্ত যে সমাধিগুলি আছে তন্মধ্যে ষেটা সৰ্ব্বাপেক্ষ প্রাচীন উহার তারিখ ১৮০ - খৃষ্টাব্দ এবং শেষ সমাধিটির তারিখ ১৮৮৫ খৃষ্টাব্দ। ইহার পরে আর কোন দেহ তথায় সমাহিত করা হয় নাই। এই সমাধি-ক্ষেত্রে ভাগলপুরের জজ-ম্যাজিষ্ট্রেট চামার সাহেবের, সিভিলিয়ান বার্লে সাহেবের এবং ডাক্তার জর্জ ফরবেস্ সাহেবের সমাধি আছে। একটি সবাধিতে খাজুরীর তৎকালীন পোর্ট ও পোষ্ট মাষ্টার এবং অবৈতনিক ম্যাজিষ্ট্রেট জে, বটেলহো সাহেব, তাহার পত্নী মেরী এবং একমাত্র পুত্র এঞ্জিন একত্রে সমাহিত হইয়াছিলেন । ১৮৬৪ খৃষ্টাব্দের জলপ্লাৰনে তাহারা তিনজনেই একসঙ্গে মৃত্যুমুখে পতিত হন। ঐ স্থলে সারঙ্গট অ্যানি নামক একটি বালিকার সমাধি আছে। বালিকাট মিডলসেক্সের রেভারেও টমাস ব্র্যাকেনের একমাত্র কল্প ।