পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৪২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন কীৰ্ত্তি ও কাহিনী। లి(t সৌন্দৰ্য্য সুষমা মণ্ডিত প্রকৃতি পালিত সরলতাময়ী বালিকা মৃন্ময়ীর আগুলফলম্বিত নিবিড় কেশরাশিধারিণী বন্যদেবী মূৰ্ত্তি, অন্তখানি সেই বুভূক্ষ অজগর সৰ্পের দ্যায় ভীষণ দর্শন কাপালিকের নর-রাক্ষস মূৰ্ত্তি। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডল৷ এই দৌলতপুর ও দরিয়াপুরের প্রকৃতি অধ্যায়নের ফলে । ১৮৫৮-৫৯ খৃষ্টাব্দে বঙ্কিমচন্দ্র কাথির ( নেওয়া ) সব ডিভিজন্তাল অফিসার হইয়৷ আসিয়াছিলেন। সেই সময় উপযুপিরি তিন রাত্রে তিনি একজন কাপালিককে কাথিতে দেখিয়াছিলেন।* ইহার কিছুকাল পরেই একটি ডাকাতী মোকদ্দমার তদন্তু উপলক্ষে তাহাকে দৌলতপুরের ডাক বাংলোভে কিছুদিন অবস্থান করিতে হইয়াছিল। ঐ সময় তাহার কপালকুণ্ডলা উপন্যাসের স্বচনা হয়। কপালকুণ্ডল কাল্পনিক উপন্যাস। দৌলতপুর ও দরিয়াপুর তাহার সেই কাপালিক ও কপালকুণ্ডলার লীলাভূমি ; কোমল কঠোরের অপূৰ্ব্ব সন্মিলন ক্ষেত্র। বঙ্গসাহিত্যের একটা বিশিষ্ট ভাবের ও আদর্শের পীঠস্থান। সুদূর ভবিষ্যতে হয়ত এমন একদিন আসিবে যেদিন দলে দলে বঙ্গীয় সাহিত্য সেবকগণ সেই পীঠস্থান দর্শন করিবার আশায় বথাযোগ্য ভক্তির সহিত তীর্থযাত্রা করিয়া জীবন ধন্ত করিবেন। বিগত বর্ষে কাধি সারস্বত সন্মিলনীর সম্পাদক শ্রদ্ধাস্পদ ঐযুক্ত বিষ্ণুপদ চট্টোপাধ্যায় বি, এল মহাশয়ের বিশেষ উদ্যোগে এই দৌলতপুর গ্রামে কপালকুণ্ডলার পরিকল্পনা ক্ষেত্রে একটি স্কৃতি স্তম্ভ প্রতিষ্ঠিত হইয়াছে। দৌলতপুর গ্রামে যে প্রাচীন শিব মন্দিরটা আছে উহার প্রাঙ্গলেই স্তম্ভটি নিৰ্ম্মিত शश्ब्रांtरू ।

  • खैमूख भौभष्ठ stःाणाषाग्नि धशनtाज्ञ aफैछ ‘वकिब औषऔरख् ऐशब्र विछांब्रिष्ठ विषग्नश् चाष्ट्रह ! ७इtण छाशब्रि नूमझट्टक्कर्ष निच्थक्षांखन । #