পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভৌমিক বিবরণ।
২৫

গ্রাণ্ট সাহেবের রাজস্ববিবরণী হইতে জানা যায় যে, ১৭৭৭ খৃষ্টাব্দে চাক‍্লা মেদিনীপুরে ৫৪টি পরগণা ছিল এবং উহার পরিমাণফল ৬১০২ বর্গ-মাইল নির্দ্ধারিত হইয়াছিল।[১]

 সমস্ত বঙ্গদেশে ইংরাজাধিকার প্রতিষ্ঠিত হইলে, রাজস্ব আদায়ের সৌকর্য্যার্থ কোম্পানী বাঙ্গালা, বিহার ও উড়িষ্যাকে কয়েকটি জেলায় বিভক্ত করেন।মেদিনীপুর জেলা। মুর্শিদকুলি খাঁর সময়ের চাক‍্লা বিভাগগুলিকে জেলা-বিভাগের মূলভিত্তি বলা যাইতে পারে। দেখা যায়, চাক‍্লা মেদিনীপুর সে সময় জলেশ্বর ও মেদিনীপুর নামে দুই বিভাগের অন্তর্ভূত থাকে। আধুনিক মেদিনীপুর জেলার সমস্ত ভূভাগ তৎকালে বর্দ্ধমান, জলেশ্বর, মেদিনীপুর ও হিজলী, এই চারিটি জেলারই অন্তর্ভূত ছিল। ১৭৮৭ খৃষ্টাব্দে জলেশ্বর জেলাকে মেদিনীপুর জেলার সহিত সংযুক্ত করিয়া দেওয়া হয়।[২] ১৮১৯ খৃষ্টাব্দে বর্দ্ধমান জেলার কিয়দংশ বিচ্ছিন্ন করিয়া হুগলী জেলা গঠিত হইলে, এই জেলার উত্তরাংশের কয়েকটি পরগণা আবার হুগলী জেলার অন্তর্ভূত হইয় পড়ে। উত্তরকালে বর্দ্ধমানের অন্তর্গত বগড়ী পরগণা এবং হুগলীর অন্তর্ভূত পূর্ব্বোক্ত পরগণাগুলি ও সমগ্র হিজলী জেলাকে মেদিনীপুর জেলার সহিত সংযুক্ত করিয়া দেওয়া হয়।

 মেদিনীপুর জেলা বাঙ্গালা ও উড়িষ্যার প্রান্তভাগে অবস্থিত থাকায় নানা কারণে ভিন্ন ভিন্ন সময়ে এই জেলার প্রান্তভাগ হইতে কোন কোন স্থান নিকটবর্ত্তী অন্য জেলায় নীত হইয়াছে, আবার কোন স্থান অন্য জেলা হইতে এই জেলায় আনীতও হইয়াছে। পরে আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করিব।


  1. Grant's Analysis pp. 457-460.
  2. Firminger's Fifth Report Vol. II. p. 734. “Extract from the Proceedings of the Board of Revenue dated 13-4-1787.”