পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৬
মেদিনীপুরের ইতিহাস।

 বাঙ্গালার শেষ নবাবদিগের আমলে সুবর্ণরেখা নদী উড়িষ্যার উত্তরসীমা বলিয়া নির্দিষ্ট হইত। সে সময় মহারাষ্ট্রীয়গণ সুবর্ণরেখা নদী পর্য্যন্ত ভূমিখণ্ডকে উড়িষ্যার অন্তর্গত বলিয়া অধিকার করিত; কিন্তু সুবর্ণরেখা ও রূপনারায়ণের মধ্যবর্ত্তী মেদিনীপুর প্রদেশটি তখনও কাগজে-কলমে উড়িষ্যারাজ্য বলিয়াই পরিচিত হইত।[১] কোম্পানীর অধিকারের প্রারম্ভেও সুবর্ণরেখা ও রূপনারায়ণ নদীর মধ্যবর্ত্তী চাক‍্লা মেদিনীপুর বিভাগটি উড়িষ্যার অন্তর্গত ছিল; পরবর্ত্তিকালে ঐ বিভাগ বঙ্গদেশের অন্তভূর্ত হইয়াছে।

 মোটামুটি দেখিতে গেলে রূপনারায়ণ ও সুবর্ণরেখার মধ্যবর্ত্তী প্রদেশটি লইয়াই বর্ত্তমান মেদিনীপুর জেলা। উত্তরে বাঁকুড়া জেলা, পূর্ব্বে হুগলী ও হাবড়া জেলা এবং হুগলী নদী, দক্ষিণে বঙ্গোপসাগর, দক্ষিণ-পশ্চিমে বালেশ্বর জেলা, পশ্চিমে ময়ুরভঞ্জ করদরাজ্য ও সিংহভূম জেলা এবং পশ্চিমোত্তরে মানভূম জেলা—এই চতুঃসীমান্তর্ব্ববর্ত্তী প্রদেশটি বর্তমান মেদিনীপুর জেলা নামে পরিচিত এবং উহাই এই পুস্তকের আলোচ্য। মেদিনীপুর জেলা ২২° ৫৬′৪০″ হইতে ২১° ৩৬′ ৪০″ অক্ষাংশ উত্তর এবং ৮০° ১৩′ ৩″ হইতে ৮৬° ৩৫′ ২২″ দ্রাঘিমাংশ পূর্ব্বে অবস্থিত।



  1. In the last century Orissa included the tract of country between the river Rupnarayan and Subarnarekha”—Bengal Adminstration Report 1872-73 p. 4o.