পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভৌমিক-বিবরণ।
৩১

 (৩) কেলেঘাই বা কালীঘাই:—ইহা এই জেলার পশ্চিমপ্রান্তে জন্মিয়া উত্তরে নারায়ণগড়, সবঙ্গ ও ময়না এবং দক্ষিণে খট‍্নগর, পটাশপুর ও অমর্শি প্রভৃতি পরগণার মধ্য দিয়া প্রবাহিত হইয়াছে। পরে টেঙ্গরাখালী নামক স্থানে দক্ষিণবাহিনী কংসাবতীর জলপ্রবাহ প্রাপ্ত হইয়া হল‍্দিনদী নাম গ্রহণ পূর্ব্বক উত্তরে মহিষাদল ও সূতাহাটা এবং দক্ষিণে নন্দীগ্রাম থানার মধ্য দিয়া প্রবাহিত হইয়া বৃহৎকলেবরে হুগলী নদীর সহিত মিলিত হইয়াছে।

 (৪) বাগদা রশুলপুর:—এই নদীটি এই জেলার দক্ষিণপশ্চিম ভূভাগে বাগদা নদী নামে জন্মিয়া কালিনগর নামক স্থানে বোরোজ নদীর (এক্ষণে সদরখাল নামে পরিচিত) সহিত মিলিত হইয়া রশুলপুর নদী নামগ্রহণ পূর্ব্বক হুগলী নদীতে আত্মসমর্পণ করিয়াছে।

 (৫) সুবর্ণরেখা:—ইহা পশ্চিমে ধলভূম প্রদেশে জন্মিয়া এই জেলার অন্তর্গত নয়াবসান নামক পরগণার পশ্চিমপ্রান্তে প্রবিষ্ট হইয়া বঙ্গোপসাগরে পতিত হইয়াছে।

 এই প্রদেশ গঙ্গার মোহানায় সমুদ্রতীরে অবস্থিত থাকায় এবং এই নদ-নদীর গতি-পরিবর্ত্তন।প্রদেশের নদী সকল উত্তর ও পশ্চিমদিক্ হইতে আসিয়া দক্ষিণে ও পূর্ব্বদিকে প্রবাহিত হইয়া সাগরগর্ভে প্রবিষ্ট হওয়ায় এই জেলার দক্ষিণ ও পূর্ব্বাংশেই বেশী পরিবর্ত্তন সংসাধিত হইয়াছে দেখা যায়। পর্টুগীজ ও ওলন্দাজ প্রভৃতি ইউরোপীয়ান নাবিকদিগের খৃষ্টীয় ষোড়শ, সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে অঙ্কিত বাঙ্গালার কয়েকখানি পুরাতন মানচিত্র আছে। সেগুলি দেখিলে জানা যায় যে, এই কয়েক শতাব্দীর মধ্যেও এই জেলার দক্ষিণ-পূর্ব্বপ্রান্তের পূর্ব্বোক্ত নদী কয়েকটির গতির অনেক পরিবর্ত্তন হইয়া গিয়াছে। রূপনারায়ণ নদীর দক্ষিণাংশে সর্ব্বাপেক্ষা