পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৮
মেদিনীপুরের ইতিহাস।

হলুদগুঁড়ি, সোনাতার, সিতাহার, বাঁশকুলি, দাউদখানি, কামিনীকুঞ্জ, বকুলকুঞ্জ, রূপশাল, পাণ্ডুলই, পশীনাদন, চেঙ্গা, গুয়াখুরী, বাঁকুই, মহিষমূড়ি, পিঙ্গাশোল, মহীপাল, ভূতাশোল, কর্ণশাল, মেটে আকড়া, কাশিফুল, গাঁজাকলি প্রভৃতি।

 আউশ ধান্য:—মন্দিরকণা, বেড়ানতি, আসলভূমনি, ঋঞ্জি, ভুতমুড়ি, শাটী, পিপড়েশার, সূর্য্যমণি, চন্দ্রমণি, মধুমালতী, খুক‍্নি, কাজলা, দলকচু, লোহাগজাল, তুলসীমঞ্জুরী, সৌরভি, কালামাণিক প্রভৃতি।

 এই জেলায় যেযে ফসল যে পরিমাণ জমিতে উপন্ন হইয়া থাকে, নিম্নে তাহার একটি তালিকা প্রদত্ত হইল।[১]

ফসলের নাম ও জমির পরিমাণ(একার)  ফসলের নাম ও জমির পরিমাণ(একার)
খাদ্য শস্য ও কলাই:—  তৈলবীজ:—
 ধান্য ১৮,১৯,৮৯৪   তিল ১৪,১৪৭
 বজরা, জনার ১২,৩৫৯   সরিষা ১৩,২৩৬
 কোদো ২১,৬৫৪   তিসি ৪,৮৫৫
 বিরি ও মুগ ১৮,৪৬৯   জাড়া ১,৬৬৪
 অড়হর ৭,৮৮৬   গুন্দলী ৭,৪৩১
 গম ৮০১   শূরগুজা ৪,১৯৮
 যব ৫৩৪   সূক্ষ্ম তন্তু:—
 বুট ৭৫৪   পাট ১২,৬৪৮
 খেসারি,মসুর ১৪,০৬৫   তুলা ২,৫৫৯

  1. Mr. Jameson's Final Report of the Midnapore District Settlement.