পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
left
ভৌমিক বিবরণ।
৪১

 সদর মহকুমা:–(১) মেদিনীপুর, (২) খড়্গপুর, (৩) নারায়ণগড়, (৪) দাঁতন, (৫) গোপীবল্লভপুর, (৬) ঝাড়গ্রাম, (৭) বিনপুর, (৮) গড়বেতা, (৯) শালবনি, (১০) কেশপুর, (১১) ডেবরা, (১২) সবঙ্গ।

 কাঁথি মহকুমা:–(১) কাথি, (২) খাজুরী, (৩) রামনগর, (8) এগরা, (৫) পটাশপুর, (৬) ভগবানপুর।

 তমলুক মহকুমা:–(১) তমলুক, (২) মহিষাদল, (৩) নন্দিগ্রাম, (৪) সূতাহাটা, (৫) পাঁশকুড়া।

 ঘাটাল মহকুমা:–(১) ঘাটাল, (২) চন্দ্রকোণা, (৩) দাসপুর।

 পূর্ব্বোক্ত ২৬টি থানা ব্যতীত এই জেলার (নারায়ণগড় থানায়) কেশিয়াড়ী, (দাঁতন থানায়) মোহনপুর, (সবঙ্গ থানায়) পিঙ্গলা, পুলিশ-ষ্ট্রেশন।(গোপীবল্লভপুর থানায়) নয়াগ্রাম, (কাঁথি থানায়) বাহিরী ও বাসুদেবপুর, (ভগবানপুর থানায়) হেঁড়িয়া, (তমলুক থানায়) ময়না, (মহিষাদল থানায়) গেঁওখালী, এবং (চন্দ্রকোণা থানায়) রামজীবনপুর এই দশটি স্থানে দশটি পুলিশ-ষ্টেশন আছে। বেঙ্গল-নাগপুর রেলওয়ের খড়্গপুর ষ্টেশনেও একটি পুলিশ-ষ্টেশন আছে।

 মেদিনীপুর সদর মহকুমার পরিমাণ ফল ৩,২৭০ বর্গ-মাইল। ইহা সাধারণতঃ জঙ্গল-মহাল ও বিলাত-মহাল নামে দুই ভাগে বিভক্ত। সদর মহকুমা।বিনপুর, গড়বেত, শালবনি, ঝাড়গ্রাম ও গোপীবল্লভপুর, প্রধানতঃ এই পাঁচটি থানা জঙ্গলমহালের অন্তর্গত। ইহার পরিমাণ ফল ১,৮২৭ বর্গ-মাইল। অবশিষ্ট সাতটি থান। বিলাত-মহাল। জঙ্গল-মহালের সর্বত্র যদিও এক্ষণে জঙ্গল নাই, তথাপি এখনও উহার স্থানে স্থানে নিবিড় শাল-জঙ্গল দেখিতে পাওয়া যায়।