পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৮
মেদিনীপুরের ইতিহাস।

রহিয়াছে। উহা দৈর্ঘ্যে প্রায় ২৬ মাইল এবং প্রস্থে কোথাও এক, কোথাও অর্দ্ধ মাইলের কমও দেখা যায়। আর কিছু উচ্চ হইলে এই বালুকাস্তুপকে বালুর পাহাড় বলা যাইত। ভূতত্ত্ববিদ্‌ পণ্ডিতগণ এই বালুয়াড়ীর গঠন সম্বন্ধে অনুমান করেন যে, খৃষ্টীয় তৃতীয় শতাব্দীর এক ভীষণ বন্যায় যেরূপে উড়িষ্যার চিল্কা উপসাগরের একপার্শ্বে এক সুবিস্তৃত বালুকাময় ভূমিখণ্ড গঠিত হইয়া চিল্কা উপসাগরকে চিল্কা হ্রদে পরিণত করিয়াছে এই বালুয়াড়ীও সেইরূপে সেই একই কারণে একই সময়ে গঠিত হইয়াছে। মেদিনীপুরের ভূতপূর্ব্ব কালেক্টর প্রত্নতত্ববিদ‍্ মাননীয় বেলি সাহেবও (H. W. Bayley) এই মতাবলম্বী[১]

 কাঁথি সহরেই কাঁথি মহকুমার দেওয়ানী, ফৌজদারী ও গবর্ণমেণ্টের খাস-মহাল অফিসাদি প্রতিষ্ঠিত আছে। কাঁথিতে একটি দাতব্য চিকিৎসালয়ও আছে। ভাষাতত্ত্ববিদ‍্ সুপণ্ডিত রায় সাহেব যোগেশচন্দ্র কাঁথি সহর। রায় বিদ্যানিধি মহাশয় অনুমান করেন, কাঁথির নিকট বালুয়াড়ী বা বালুর কাঁথ আছে বলিয়া এই স্থানের নাম কাঁথি হইয়াছে।[২] ১৬৭০ খৃষ্টাব্দের ভ্যালেণ্টিনের মানচিত্রে যে স্থান কেন্দুয়া নামে উল্লিখিত হইয়াছে পণ্ডিতগণ ঐ স্থানকেই কাঁথি বলিয়া সিদ্ধান্ত করিয়াছেন।[৩] কাঁথি সহরে সুলভ মূল্যে সাধারণ গৃহস্থের


  1. “The innundation which is mentioned in Starling's Orissa to have caused the formation of the Chilka Lake and to have occurred in the 3rd century of our era is supposed to have reached this part of the country and formed this range and others to the west in the direction of Midnapore.”
    Selections from the Records of the Board of Revenue L. P.Report on the Settlement of the Jallamutha Estates in the District of Midnapore p. 89.
  2. প্রবাসী, আশ্বিন ১৩১৭—“গ্রামের নাম।”
  3. W. Hedge's Diary Vol. II. р, з.
    Blochman's Notes in Hunter's St. Account Vol. І. р. 377.