পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভৌমিক বিবরণ।
৪৯

উপযোগী এক প্রকার বেতের চেয়ার প্রস্তুত হইয়া থাকে। উহা দীর্ঘকালস্থায়ী এবং দেখিতেও সুন্দর।

 কাঁথি থানার অন্তর্গত জুনপুট, দৌলতপুর ও দরিয়াপুর এবং রামনগর থানার অন্তর্গত চাঁদপুর, বীরকুল, দীঘা প্রভৃতি সমুদ্রতীরবর্ত্তী স্থানগুলির জল-বায়ু যেরূপ স্বাস্থ্যকর, ঐ সকল স্থানের প্রাকৃতিক দৃশ্যও সেইরূপ কাঁথি মহকুমার সমুদ্র-তীরবর্ত্তী স্থান-সমূহ।মনোরম। অষ্টাদশ শতাব্দীতে যখন দাৰ্জ্জিলিং অনাবিষ্কৃত ও শিমলা-শৈল দুরধিগম্য ছিল, তখন রাজ্যসংস্থাপনের ও দেশব্যাপী অশাস্তি নিবারণের চিন্তায় কাতর হইয়া ভারতের ভাগ্যবিধাতা ইংরাজগণ সময় সময় বিশ্রামলাভের জন্য এই সকল স্থানে আসিতেন। বীরকুল প্রথম গভর্ণর জেনারেল ওয়ারেন হেষ্টিংসের গ্রীষ্মাবাস ছিল। ইষ্টইণ্ডিয়া কোম্পানীর আমলের অনেক কাগজপত্রেই বীরকুলের উল্লেথ আছে। [১]


  1. Sydney Grier in the “Letters of Warren Hastings to his wife”:—“Beercool was the sanatorium—the Brighton—of Calcutta, and the newspapers and Council records mention constantly that So-and-So is ‘gone to Beercool for his health.” Coursing, deerstalking, hunting and fishing are mentioned as being obtainable in the neighbourhood, and in May of this year (1781) the “Bengal Gazette” gives publicity to a scheme for developing the place quite in the modern style. It has already the advantage of a beach which provides perhaps the best-road in the world for carriages and is totally free from all noxious animals except crabs, and there is a proposal to erect convenient appartments for the reception of mobility and gentry and organise entertainments.” The scheme appears to have been partially carried out, for in 1796 Charles Chapman wrote:—“We passed part of the last Hot season at Beercool, to which place I believe you and Messrs. Hastings