পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫০
মেদিনীপুরের ইতিহাস।

 ওয়ারেন হেষ্টিংস যে বাংলোতে বাস করিতেন, উহা বহুদিন হইল, বঙ্গোপসাগরের গর্ভসাৎ হইয়াছে। রামনগর থানার অন্তর্গত দীঘা গ্রামে এক্ষণে একটি ডাক-বাংলো আছে। রাজপুরুষগণ ঐ অঞ্চলে গেলে এক্ষণে সেই বাংলোতে বাস করিয়া থাকেন। জুনপুট ও দৌলতপুর গ্রামেও এক-একটি ডাক-বাংলো আছে। পৌষ মাসের সংক্রান্তির সময় সমুদ্রতীরবর্ত্তী ঐ সকল স্থানে মেলা বসে; সেই সময় সমুদ্রস্নান উপলক্ষে তথায় বহুলোকের সমাগম হয়। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসে দৌলতপুর ও দরিরাপুরের কথা আছে। সাহিত্যসম্রাটের অমর লেখনী-সংস্পর্শে দৌলতপুর ও দরিরাপুরের নাম চিরস্মরণীয় হইয়া রহিয়াছে।

 কাঁথি মহকুমার অন্তর্গত পটাশপুর, ভগবানপুর, খাজুরী (জনকা) ও রামনগরে এক-একটি দাতব্য চিকিৎসালয় স্থাপিত আছে। কাজলাগড়ে কাঁথি মহকুমার অন্যান্য স্থান।বৰ্দ্ধমানের মহারাজাধিরাজের প্রতিষ্ঠিত একটি চিকিৎসালয়ও বিদ্যমান। ভগবানপুরে এবং খাজুরী থানার অন্তর্গত কলাগেছিয়া গ্রামে গভর্ণমেণ্টের এক একটি খাস-মহাল কাছারী আছে। পটাশপুর ও রামনগর থানার অনেক স্থানে আজকাল উংকৃষ্ট সূতার কাপড় প্রস্তুত হইতেছে। রামনগর থানার অন্তর্গত চন্দনপুর গ্রামে পিতলের সুদৃশ্য ঘট ও অন্যান্য


    once projected an Excursion. The Terrace of the Bunglow intended for you, is still pointed out by the People, but that is all that remains of it. The Beach is certainly the finest in the World and the Air such as to preclude any Inconvenience being felt from the Heat. Mrs. Chapman found the Bathing agree with her so well, that, if here and alive next year, we shall make another Trip"
    —District Gazetteer—p. 169.