পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভৌমিক বিবরণ।
৫৩

মধ্যহিংলী, পুলসিট প্রভৃতি গ্রামে অনেক কায়স্থের বাস আছে। তমলুক মহকুমার অনেক স্থলে অনেক সংখ্য শিক্ষিত ব্রাহ্মণেরও বাস দৃষ্ট হয়।

 ঘাটাল মহকুমা মেদিনীপুর জেলার উত্তর-পূর্ব্বে অবস্থিত। ১৮৫০ খৃঃ অব্দে এই মহকুমা প্রতিষ্ঠিত হয়। তৎকালে এই মহকুমার কার্য্যলয়াদিঘাটাল মহকুমা।গড়বেতায় প্রতিষ্ঠিত থাকায় ইহা 'গড়বেতা মহকুমা' নামে অভিহিত হইত। পরে হুগলী জেলা হইতে চন্দ্রকোণা পরগণা বিচ্ছিন্ন করিয়া এই জেলার সহিত সংযুক্ত করিয়া দিলে, ঘাটাল সহর এই মহকুমার প্রধান সহর বলিয়া গণ্য হয় এবং গড়বেতা মহকুমার পরিবর্ত্তে এই মহকুমা 'ঘাটাল মহকুমা' নামে অভিহিত হইয়া আসিতেছে। ঘাটাল মহকুমার পরিমাণ-ফল ৩৭২ বর্গ-মাইল। ঘাটাল নগর শিলাবতী নদীর তীরে অবস্থিত। ঘটালের দেওয়ানী ও ফৌজদারী কার্য্যালয়াদি এই নগরেই প্রতিষ্ঠিত আছে। স্বৰ্গীয় রমেশচন্দ্র দত্ত যখন মেদিনীপুরের ম্যাজিষ্ট্রেট-কালেক্টার ছিলেন, সেই সময় ঘাটালের ফৌজদারী কার্য্যালয় একবার কিছু দিনের জন্য গড়বেতায় উঠিয়া গিয়াছিল। (১৮৯২) ঘাটালেও একটি দাতব্য চিকিৎসালয় আছে।

 ঘাটাল মহকুমার অন্তর্গত চন্দ্রকোণ, ক্ষীরপাই, রামজীবনপুর, রাধানগর প্রভৃতি স্থানে উৎকৃষ্ট ধুতি, শাড়ী, চাদর ও ছিট-কাপড় ঘাটাল মহকুমার শিল্পাদি। প্রস্তুত হইয়া থাকে। ঐ সকল স্থানে বহুসংখ্যক তাঁঁতির বাস আছে। পূর্ব্বে তাহারা সকলেই কাপড় প্রস্তুত করিয়া জীবিকা নির্ব্বাহ করিত। তাহাদের প্রস্তুত কাপড় ভারতের বহুস্থানে নীত হইয়া উচ্চ মূল্যে বিক্রীত হইত;[১] কিন্তু পরবর্ত্তিকালে প্রচুর পরিমাণে বিলাতী


  1. District Gazetteer p. 126.