পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৮
মেদিনীপুরের ইতিহাস।

১৫১.৫৬ (৯৪) পাহাড়পুর ২৩.৩২ (৯৫) পটাশপুর ৬৩.৫৩ (৯৬) পটাশপুর কিসমৎ ১০.৫৩ (৯৭) প্রতাপভান ১৫.৫২ (৯৮) পুরুষোত্তমপুর ১৩.৬৬ (৯৯) রাজগড় ১৭.৯০ (১০০) রামগড় ৪৩.৭৩ (১০১) রোহিনী মৌভাণ্ডার ৪২.২১ (১০২) সবঙ্গ ৮৫.৬৩ (১০৩) সাহাপুর ৫৭.৫০ (১০৪) সাহাপুর কিসমৎ ২.১৫ (১০৫) সেক পাটনা ০.৪০ (১০৬) সাঁকাকুল্যা বা লালগড় ৫২.৫৩ (১০৭) সরিফাবাদ ২.২২ (১০৮) শীপুর ৬৫.০৫ (১০৯) শীপুর কিসমৎ ২.৭০ (১১০) সুজামুঠা ৪৫.২৭ (১১১) তমলুক ৯৯.৭৭ (১১২) তেরপাড়া ৯.৪৯ (১১১) তুরকাচোর ৪৪.৪৯ (১১৪) উত্তর বিহার ২৫.০০ (১১৫) ওলমারা (ময়ূরভঞ্জের রাজ্যভুক্ত গড়জাত মহাল) ১২.০৯।

 বিগত ১৯৯১ খৃঃ অব্দের আদম সুমারীর সময় এই জেলায় ১১,৩১৬টি গ্রাম ও নিম্নলিখিত ৮টি মিউনিসিপ্যাল সহর ছিল।– (১) মেদিনীপুর গ্রাম ও নগর।(২) খড়্গপুর, (৩) ঘাটাল, (8) খড়ার, (৫) রামজীবনপুর, (৬) চন্দ্রকোণা, (৭) তমলুক, (৮) ক্ষীরপাই। এই আটটি সহরের মধ্যে তমলুক মিউনিসিপ্যালিটী সর্ব্ব-পুরাতন, ১৮৬৪ খৃঃ অব্দে এই মিউনিসিপ্যালিটী স্থাপিত হয়। ইহার পর ১৮৬৫ খৃঃ অব্দে মেদিনীপুর, ১৮৬৯ খৃঃ অব্দে ঘাটাল ও চন্দ্রকোণা, ১৮৭৬ খৃঃ অব্দে ক্ষীরপাই ও রামজীবনপুর এবং ১৮৮৮ খৃঃ অব্দে খড়ার মিউনিসিপ্যালিটী গঠিত হইয়াছে। খড়্গপুর সহর বেঙ্গল-নাগপুর রেলপথ প্রস্তুত হইবার পর অল্পদিন হইল স্থাপিত। কাঁথিতে মিউনিসিপ্যালিটী নাই।