পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

હ8 মেদিনীপুরের ইতিহাস । emigrated from Tamalitti (Tamralipti) the great Sea port at the mouth of Ganges.” তাম্রলিপ্তি পালিভাষায় তামলিপট রুপ পরিগ্রহ করে । তামিল শব্দও তাহ হইতেই উৎপন্ন হইয়া থাকিবে । সুপণ্ডিত রাধাকুমোদ মুখোপাধ্যায় মহাশয় “Indian Shipping” নামক র্তাহার সুবিখ্যাত গ্রন্থে কনকসভই পিলে মহাশয়ের মত প্রামাণ্য বলিয়াই গ্ৰহণ করিয়াছেন। I ঢাকা সাহিত্য পরিষদ কর্তৃক পরিচালিত “প্রতিভা" পত্রিকায় প্রযুক্ত যজ্ঞেশ্বর বদ্যোপাধ্যায় মহাশয় "বাঙ্গালা ও দ্রাবিড়া ভাষা” শীর্ষক প্রবন্ধে পিলে মহাশয়ের উক্ত মতের সমর্থন করিয়া লিথিয়াছেন “পিলে মহাশয়ের অজুমান যদি ভ্রান্ত না হয় তাহা হইলে এই একটা যুক্তি প্রদর্শিত হইতে পারে যে, তামলিপট হইতে দক্ষিণ তারতে আসিয়া উপনিবেশ স্থাপন করিলে, তামিলেরা যে সকল বাঙ্গাল শব্দ সচরাচর ব্যবহার করিত, দাড়ী, নাড়ী, হাড়ী, ভুড়ী প্রভৃতি তৎ সমুদ্বয়ের অবশেয। ” : পৃথিবীর ইতিহাস প্রণেত। শ্রদ্ধাস্পদ পণ্ডিত দুর্গাদাস লাহিড়ী মহাশয় লিখিয়াছেন "যেমন বিজয় সিংহ হইতে সিংহলের নামকরণ হইয়াছে বুঝিতে পারি তেমনই বঙ্গের এক সময়ের রাজধানী তাম্রলিপ্তের নামানুসারে তামিল দেশের নামকরণ হইয়াছিল বুঝা যায়।” 8 পূৰ্ব্বোক্ত মনৰীগণের এই সকল সিদ্ধাস্ত হইতে প্রমাণ হইতেছে বে প্রাগৈতিহাসিক যুগে উত্তর ভারতে আৰ্য সভ্যতা বিস্তৃত হইবার

  • Tamils Eighteen Hundred Years Ago—pp. 46, 235. i Indian Shipping, p. 143.
  1. →fsws--żač, »»»» I $ शृषिबौद्र इंछिशन-8र्ष थ७-१: ४७० ।।