পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐতিহাসিক বিবরণ । も総 বহুকাল পূর্বে তাম্রলিপ্তের সভ্যতাই দেশ-বিদেশে পরিব্যাপ্ত ছিল। তাম্রলিপ্তের অধিবাসীরাই দক্ষিণ-ভারতে গিয়া উপনিবেশ স্থাপন করিয়াছিলেন এবং সেখান হইতে গিয়াই তাহারা খৃষ্টের জন্মের তিন সহস্ৰ বৎসর পূৰ্ব্বে সুদূর বাবিরুষ ও অম্বরে বিজয়-পতাকা উডডান করিয়াছিলেন। অধ্যাপক হল অনুমান করেন, ভূমধ্যসাগর হইতে বঙ্গোপসাগর পর্য্যন্ত তাহাদের অধিকার বিস্তৃত ছিল। র্তাহার। তখন ধাতব অস্ত্র-ব্যবহারে অভ্যস্ত এবং অঙ্কিত সাঙ্কেতিক চিহ্ন দ্বারা ভাব প্রকাশ করিতে সমর্থ ছিলেন। নানাবিধ শিল্পও তখন তাহাদিগের আয়ত্ত হইয়াছিল । * পরবন্তিকালে আর্য্যগণ দ্রবিড়-জাতীয় অধিবাসিগণকে পরাজিত করিয়া বঙ্গদেশ অধিকার করেন । তাম্রলিপ্তরাজ্যও দ্রবিড়দিগের হস্ত হইতে বিচ্যুত হইয়া আর্য্যাধিকারে আইসে। বঙ্গে আর্য্যাধিকার প্রতিষ্ঠিত হইলে দ্রবিড়গণ দেশত্যাগ করিয়া যান নাই ; তাহদের অধিকাংশই বিজেতৃগণের ধৰ্ম্ম, রীতি-নীতি ও ভাষা অবলম্বন করিয়া এ দেশেই থাকিয়৷ গিয়াছিলেন। কিন্তু আর্য্যগণ যে কোন সময়ে বঙ্গ অধিকার করিয়াছিলেন, তাহা নির্ণর করা দুঃসাধ্য ; প্রাচীন সাহিত্যে তাহার উল্লেখ নাই। তবে উত্তর-পশ্চিম-প্রদেশ অধিকার করিয়া এ অঞ্চলে আসিয়া বাস করিতে র্তাহাদের যে অনেক সময় লাগিয়াছিল, তাহা নিঃসন্দেহে বলা বাইতে পারে। প্রথম অধ্যায়ে উল্লেখ করিয়াছি, প্রাচীনকালে এখনকার মেদিনীপুর জেলার অধিকাংশই প্রথমে কলিঙ্গ-রাজ্যের ও তৎপরে মুদ্ধ বা তাম্রলিপ্ত-রাজ্যের অন্তর্গত ছিল। বৌধায়ন স্থতি ও মনুসংহিতায় • Hall's Ancient History of the Near East, pp. 171-174. আর্য্য-অধিকার ।