পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o মেদিনীপুরের ইতিহাস । বলা সুকঠিন । বৰ্ত্তমান বগড়ী পরগণার অধিব,প'ল:র মধ্যে বাগ্‌দীজাতির সংখ্যাই অধিক। বাগদীগণ প্রাচীন বাঙ্গালার আদিম অধিবাসী। মূলে উহারা অনাৰ্য্যজাতিই ছিল, পরে আর্য্যদিগের সংস্রবে তা সয়া নিয়শ্রেণীর হিন্দুদিগের মধ্যে স্থান প্রাপ্ত হইয়াছে। বকডিহির অধিবাসী বলিয়া উহাদের “বাগদী” নাম হওয়াই সম্ভব। বক-রাক্ষস হয় ত উহাদেরই রাজা ছিলেন । প্রাচীনকালে অন - . . .: আর্য্যগণ রাক্ষস, অসুর ইত্যাদি নামে অভিহিত করিতেন। বস্তুতঃ ততকালে বঙ্গদেশের স্থানে স্থানে যে এইরূপ রাক্ষস বা অমুরগণের অধিকার ছিল, তাহার অনেক প্রমাণ পাওয়া যায়। ইতিপূৰ্ব্বে ঐতরেয় আরণ্যকের যে শ্লোকটি উদ্ধৃত করা হইয়াছে, প্রাচীন ভাৰ্য্যকারগণ ঐ শ্লোকের ‘বঙ্গা’ অর্থাৎ বঙ্গদেশবাসিগণ, বিগধা অর্থাৎ মগধবাসিগণ এবং 'চেরাপদা অর্থাৎ চেরজনপদবাসিগণ এই ত্ৰিবিধ অনা জাতিগণকে লক্ষ্য করিয়া বঙ্গাবগধের রাক্ষস অর্থ করিয়াছেন। আবার ভাষ্যটীকাকার আনন্দতীর্থ সেই প্রাচীন ভাস্থ্যের অনুবৰ্ত্তী হইয়ু এই তিনটি জাতিকে যথাক্রমে পিশাচ, অসুর ও রাক্ষস বলিয়া ৷ি বকডিহির বাঙ্গুদীজাতি । aাদেশ করিয়াছেন। এই সকল কারণে হয় ত মহাভারতে অনাৰ্য্য-জাতীয় বক রাক্ষস নামে অভিহিত হইয়াছেন এবং সেই রাক্ষস নামের সঙ্গে সঙ্গে নরমাংস-ভোজনের কাহিনীটিও সংযুক্ত করিয়া দেওয়৷ হইয়াছে। কিংবা ঠিক বলা যায় না, হয় ত সে সময় বাগ্‌দীদের মধ্যে নরবলি-প্রথাও প্রবর্তিত ছিল। আর্য্যবীর ভীমসেন অনার্য্যরাজ বককে নিহত করিয়া সে প্রথার উচ্ছেদসাধন করিয়া থাকিবেন । জৈমিনিভারতে উল্লিখিত একটি ঘটনার সঙ্গেও তাম্রলিপ্তের