পাতা:মোগল-বিদুষী.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
জেব্‌-উন্নিসা

নিকট তাঁহার যে শিবির-সন্নিবেশ হইয়াছিল, তাহা পরিত্যাগ করিয়া তাঁহাকে পলায়ন করিতে হইল। “বিদ্রোহের অব্যবহিতপূর্ব্বে, ভ্রাতা আক্‌বরকে জেব্‌-উন্নিসা যে-সকল গুপ্ত চিঠিপত্র লিখিয়াছিলেন, রাজসৈন্য শিবির অধিকার করিলে (১৬ই জানুয়ারী, ১৬৮১) তৎসমুদয় সম্রাটের করগত হইল। অপরাধী পুত্র তাঁহার হস্তচ্যুত, সুতরাং বিদ্রোহীর সহিত যড়্‌যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে, আওরংজীবের সমস্ত ক্রোধ পতিত হইল—জেব্‌-উন্নিসার উপর। ক্রোধান্ধ বাদশাহ্‌ কন্যার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত[১] ও বার্ষিক চারি লক্ষ টাকা বৃত্তি বন্ধ করিয়া তাঁহাকে আমরণকালের জন্য (১৬৮১—১৭০২) দিল্লীর সলীম্‌গড়ে বন্দী করিলেন।”[২]

 তাহার পর সুদীর্ঘ দ্বাবিংশতিবর্ষ স্নেহময়ী কুসুমকোমলা জেব্‌-উন্নিসাকে ঐস্থানে বন্দিনীর কঠোর জীবন যাপন করিতে হয়। কারাপ্রাচীরের আবেষ্টনের মধ্যে নিঃসঙ্গ বন্দী-দশায় তখন তাঁহার


  1. এই বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ, ‘দস্তুর-উল্-আমল্‌’ পুঁথি (f. 94 b) অনুসারে ৬৩ মোহর, ৫৬৬৮৬৬ টাকা। কিন্তু ‘জওয়ারিৎ-ই-আলম্‌গীরি’ (f. 70 a) পুঁথির মতে ৭৩ মোহর, ৫৭৩৭৬৩ টাকা।
    ‘আলম্‌গীর-নামা’ গ্রন্থ-পাঠে (পৃ. ৮৩৬) জানা যায়, কাশ্মীরে জেব্‌-উন্নিসার একটি পরগণা ছিল। পরগণাটি জলপ্রপাতযুক্ত—নাম ‘বেগমাবাদ’ ওরফে ‘আচবল্‌’। এখানের জল ও দৃশ্য দুই-ই সুন্দর। পরগণাটিতে বাদশাহী প্রাসাদ ও উদ্যান ছিল।
  2. Masir-i-Alamgiri, p. 204.

৬৯