পাতা:মোগল-বিদুষী.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
জেব্-উন্নিসা

দিল আশুফ্‌তা-ই-মখ্‌ফী বফন্‌-ই-খুদ্‌ আরস্তু ইস্ত্‌।
বহিন্দ উফ্‌তাদা আস্ত, আম্মা খুরাসানস্ত্ ইউনানশ্‌॥
দরী কিশ্‌ ওর্‌ জবুনীহাএ তালা নাকিসশ্‌ দারদ্‌।
ও গর্‌ না দর্‌ হুনর্‌মন্দী নবাশদ্‌ হীচ্‌ নুকসানশ্‌॥

মখ্‌ফীর উন্মত্ত হৃদয় নিজ বিদ্যায় স্বয়ং এরিষ্টটল্‌। (যদিও) সে হিন্দুস্থানে আসিয়া পড়িয়াছে (কিন্তু) খুরাসান্‌ তাহার পক্ষে গ্রীস। এই দেশে তাহার মন্দভাগ্য অনেক হীনতা (ক্ষতি) অনিয়া দিয়াছে। তাহা না হইলে, তাহার বুদ্ধির (ত) কোনই হ্রাস হয় নাই॥

অন্যত্র―

বুআলী-এ-রোজগারম্ আজ্‌ খুরাসান্‌ আমদা।
আজ্‌ পায়্‌ এজাজ্‌ বর্‌ দরগাহ্‌-ই-সুলতান্‌ আমদা॥
হয়রতে দারম্ কে চুঁইয়া রব্‌দরীঁ জুলমাৎ-ই-হিন্দ্‌।
তুতী এ ফিকরম্ পায়্‌-শক্বর্‌ জে রিজওয়ান্‌ আমদা॥

আমি বর্ত্তমান যুগের Avicenna (মহাপণ্ডিত),―খুরাসান হইতে আগত। ভক্তির চরণে সম্রাটের সভায় আসিয়াছি। হে ভগবান! ভাবিয়া আশ্চর্য্য হই, কেন মিছরী খণ্ডের মিষ্টতায় আকৃষ্ট শুকপাখীর মত আমার বুদ্ধি হিন্দুস্থানের এই গাঢ় তিমিরে আসিয়াছে।

সম্রাট শাহ্‌জহানের দরবারে প্রবেশ করিতে না পারায় গ্রন্থকার দুঃখে বলিতেছেন―

৭৩