পাতা:মোগল-বিদুষী.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মোগল-বিদুষী
নহে। বাদ্‌শাহ্, সমস্ত ব্যাপার জানিতে পারিয়াছেন; দিল্লী পৌঁছিলই, তুমি তোমার দারুণ পরিণাম বুঝিতে পারিবে।’ পত্রপাঠে আকিলের এই ধারণা হইল যে, বাদশাহ নিশ্চয়ই তাঁহাকে কঠোর দণ্ডে দণ্ডিত করিবার মতলব করিয়াছেন। ইহাতে তাঁহার চিত্তে এতই আশঙ্কার সঞ্চার হইয়াছিল যে, তিনি বিবাহে অসম্মত হুইয়া বাদ্‌শাহের নিকট পদত্যাগ-পত্র পাঠাইয়া দিলেন।

* * *

“কিন্তু হতভাগ্য আকিল্ খাঁ জেব্‌কে বিস্মৃত হইতে পারিলেন না; তাঁহাকে দেখিবার জন্য আবার গোপনে দিল্লীতে আসিয়া উপস্থিত। আবার উদ্যান-বাটিকায় উভয়ের সাক্ষাৎ! সংবাদ পাইয়া বাদ্‌শাহ্, অতর্কিতভাবে কন্যার নিকট উপস্থিত হইলেন। জেব্ পিতাকে আসিতে দেখিয়া প্রেমাস্পদকে অবিলম্বে একটি বৃহৎ ডেক্‌চীর মধ্যে লুকাইয়া রাখিলেন। কিন্তু চতুর-চূড়ামণি বাদশাহের চক্ষে ধূলি দেওয়া অসম্ভব; তিনি জিজ্ঞাসা করিলেন, ‘এই ডেক্‌চীর মধ্যে কি?’ জেব্ বলিলেন, ‘গরম করিবার জল।’ বাদ্‌শাহ্ হুকুম দিলেন, ‘অগ্নিসংযোগে জল গরম কর।’ তৎক্ষণাৎ বাদশাহের হুকুম তামিল করা হইল। জেব্ এই সময় স্বীয় প্রেমিকের জীবন অপেক্ষা আপনার যশোমানের জন্যই সমধিক ব্যাকুল হইয়াছিলেন। ডেক্‌চীর নিকট আসিয়া চুপি চুপি আকিল্‌কে বলিলেন,

৮২