পাতা:ম্যাকবেথ-নাটক.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ ম্যাকবেথ । ব্যাঙ্কে । ওঠে বুদবু সলিলে, ধরায় নেহারি সেই মত, মৃত্তিকার বুদবুদু এ সব ; অকস্মাৎ কোথায় মিশা’ল ? ম্যাকু। মিশাল অনিলে, স্থূলকায় শ্বাসবায়ু সম মিশাইল বায়ুসনে ; হ’ত ভাল রহিত যদ্যপি । ব্যাঙ্কে । সত্য কিবা ছায়া, যাহ। প্রত্যক্ষ হেরিশ্ন ? কিৰ কোন ঔষধ প্রভাবে - জ্ঞানবুদ্ধি করেছে দোহার ? ম্যাক্ । রাজ্যেশ্বর ছ’বে তযু বংশধরগণে । ব্যাঙ্কে । তুমি হ’বে রাজা ? ম্যাক্ । কদরের অধিপতি আর, হইল না এইরূপ বাণী ? ব্যাঙ্কে। অবিকল ওই কথা । কে আসিছে হেথা ? ( রসূ ও য়াঙ্গাসের প্রবেশ ) - রস । মুখী নরনাথ তর বিজয় সংবাদে, বিদ্রোহ-বিবাদে শুনি বীরত্ব আখ্যান, ফেইরূপ চমৎকার লাগিয়াছে তার ; ততোধিক প্রশংসা তোমার, উঠিছে হৃদয়ে, ৰদি-ৰম্বে নীরব ভূপাল। বেন প্রতিক্ষণে তোমারে করেন জরশন— যুদ্ধক্ষেত্রে বিপক্ষের শ্রেণী মাঝে, অতীত হৃদয়, চারিদিকে রচিতেছ অদ্ভুত মৃত্যুর ছবি ;.