পাতা:ম্যাকবেথ-নাটক.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮২ ম্যাকবেথ। মু-শিশু । মদে মত্ত রঙ্গ সদ, সিংহের প্রতাপে, কর উপেক্ষ সকল। কে কোথায় রোবে, কে কোথায় দোষে, ষড়যন্ত্রে রত কে কোথায়, মনে নাহি দেহ স্থান । বিরুদ্ধে তোমার-ডাসিনান শিখরেতে বাৰ্ণাম কানন, না উঠিলে তব নাহি হইবে পতন। ( অধোগমন ) ম্যাকৃবে। এ ত নহে সম্ভব কথন, শক্তি কার অটবী চালনে ! বদ্ধমূল তরু করে শুনিয়ে বচন ত্যজিবে আপন স্থান ? অতি শুভ মঙ্গলস্কচক এ গণনা। বিদ্রোহ না তোল শির কভু, যত দিন কানন না চলে। বসি উচ্চস্থানে—করিব প্রকৃতিদত্ত জীবন যাপন সময়ে এ প্রাণবায়ু যাবে দেহ ছাড়ি, রীতি যথা শরীর ধারণে ; তথাপিও অধীর অন্তর মম জানিতে বারত, বল মোরে, জান যদি সমাচার গণনা প্রভাবেব্যাঙ্কোর সন্তানগণে ভূপাল কি হ’বে এই ধামে ? সকলে। আর শুনতে মান, আর কিছু চেও না। ১াকৃবে । পুরাব বাসনা। বঞ্চিত বগুপি কর ইখে, *ां★बडे ब्रश् छिब्रनिन ।