পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যশোহর-খুলনার ইতিহাস فرايW সংগ্ৰহ করিয়া পুনরায় অস্ত্র ধারণ করেন এবং প্রবল বেগে আসিয়া তাও অধিকার করিয়া লন। অবশেষে খ জাহান বহু সৈন্ত লইয়া বঙ্গে আসিলে, অকিমহলের সন্নিকটে উভয়দলে এক ভয়ঙ্কর অস্ত্রক্রীড়া হয়। এই যুদ্ধে দায়ুদের দুই পার্থে কালাপাহাড় ও জুনেদ খাঁ অসাধারণ বীরত্ব দেখাইয়া মৃত্যুমুখে পতিত হন। সম্ভবতঃ বসন্ত রায় এ যুদ্ধে উপস্থিত ছিলেন। দ্বায়ুদ প্রাণপণে যুদ্ধ করিয়াও ভাগ্যদোষে পরাজিত হইলেন ; ৯ জলাভূমিতে তাহার অশ্বের ক্ষুর ভূমি-প্রোথিত হওয়ায় তিনি ধৃত হন। + খাঁ জাহানের আদেশে তাহাকে হত্যা করা হইল ; এবং তাহার ছিন্ন মুণ্ড সম্রাটের নিকট প্রেরিত হইল। এখানেই বঙ্গের পাঠান রাজত্বের অবসান । - সপ্তম পরিচ্ছেদ—অশোর-রাজ্য। দাযুদ্ধ ধার সিংহাসন প্রাপ্তির অবাবহিত পরেই যশোর-রাজ্য প্রতিষ্ঠিত হয় (১৫৭৪)। সেখানে দুর্গ-সংস্থাপন ও গৃহ নিৰ্ম্মাণ কাৰ্য্য শেষ হইতে না হইতে, বসন্ত রায় আপনাদের পরিবারবর্গের সহিত ধনসম্পত্তি যশোরে প্রেরণ করেন। যখন দায়ুদের মোগল-বিদ্রোহ কার্য্যে পরিণত হইতে চলিল, তখন শুধু বঙ্গেশ্বর দায়ু নহেন, তাহার অনেক আমীর ও প্রধান কৰ্ম্মচারীও নিজ নিজ বহু সম্পদ বিক্রমাদিত্যের নিকট গচ্ছিত রাখেন। যেদিন দায়ুদ নিশাকালে নৌকাযোগে পাটনা-দুর্গ হইতে পলায়ন করেন, সেদিন কিরূপে বিক্রমাদিত্য অপরিমিত ধনরত্ব নৌকায় বোঝাই করিয়া লইয়াছিলেন, তাহ পূৰ্ব্বে বলা হইয়াছে। মোগলসৈন্ত তেলিয়াগড়ি পার হইয়া তাণ্ডার নিকটবৰ্ত্ত হইলে, দায়ুদ হস্তিপৃষ্ঠে দ্রব্যাদি লইয়া রাজধানী ত্যাগ করেন ; তখন অনেক ধনরত্ব যশোরে আসিয়াছিল। রাজধানী S BB DD BBB BBB DD DBBBBBBD DDBB BBBD DS CLLLLCS Afghani, Elliot lV p.513 note, + Badaomi (Lowe) Vol II p. 245, Akbarnama Vol. III p. 255.

  1. बाषांझेनी वप्णन, मांडूष दछ प्रशूक्ष शिएशन ; छैशंष्क इका কৰুিতে र्थांछाँझांtबग्न इंध्छ् ছিল না, কিন্তু আমীরগণের প্ররোচনার অবশেষে ভাষাকে হত্যার আদেশ দিতে হইল। Bad. fl p. 245.