পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o যশোহর-খুলনার ইতিহাস আবির্ভাব প্রাচীনকালে তারও কতবার হইয়াছিল, কত ভাগ্যবান্‌ ভক্ত সে মূৰ্ত্তির জন্ত কতবার মন্দির গড়িয়াছিল। সুতরাং বসন্ত রায়ের যশোর যে নূতন কিছু, তাহা নহে ; ইহার পুরাতন কাহিনী যুগান্ত-বিস্তৃত। যশোহরের প্রাচীনত্বের চিহ্ন আমরা এখনও পাইতেছি। কয়েক বৎসর পূৰ্ব্বে কালীগঞ্জ হইতে ঈশ্বরীপুরের মধ্যে নানাস্থানে প্রাপ্ত কতকগুলি প্রাচীন মুদ্রা আমার হস্তগত হইয়াছে। উহার মধ্যে তিনটি প্রাচীন হিন্দু আমলের “কার্যাপণ” বা “পুরাণ’ নামক রৌপ্য মুদ্র আছে। প্রত্নতত্ত্ববিদ্‌ পণ্ডিতগণ স্থির করিয়াছেন, যে আলেকজেণ্ডারের আক্রমণের বহু পূৰ্ব্ব হইতে ভারতবর্ষে মুদ্র প্রচলনের নিদর্শন পাওয়া যায়। খৃঃ পূৰ্ব্ব চতুর্থ শতাব্দীতে লিখিত বৌদ্ধজাতকে কার্যাপণ বা কাহাপণ নামক ভারতীয় মুদ্রার উল্লেখ দেখা যায়। “নাতিস্থল রূপার পাত খণ্ড খণ্ড করিয়া কাটিয়া ক্ষুদ্র ক্ষুদ্র চতুষ্কোণ রজতমুদ্র নিৰ্ম্মিত হইত ; পরে বিশুদ্ধি জ্ঞাপনের জন্য এই সকল মুদ্রার এক পাশ্বে বা উভয় পাশ্বে অঙ্কচিহ্ন মুদ্রাঙ্কণ” করা হইত। ; এইজন্ত এই সকল মুদ্রাকে অঙ্কচিহ্নযুক্ত (punch-marked ) মুত্র বলে। $ ইহা পুরাণ, কার্যাপণ বা রূপ্য প্রভৃতি বিভিন্ন নামে অভিহিত হইত। মনুর মতে তাম্রমুদ্রাকেই কার্যাপণ বলে, কিন্তু বৌদ্ধগ্রন্থে কার্যাপণ বলিতে রজত বা সুবর্ণমুদ্রাও বুঝাইত। সেন রাজগণের তাম্রশাসনে, বিশেষতঃ লক্ষ্মণসেনের সুন্দরবনের তাম্রশাসনে, বহুস্থলে পুরাণের উল্লেখ আছে। 1 পুরাণ যে রৌপ্য মুদ্র, তাহাতে সন্দেহ নাই। “দিগ্বিজয় প্রকাশ” হইতে জানিতে পারি, লক্ষ্মণ সেন দেব যশোরেশ্বরীর মন্দির সন্নিধানে চণ্ডভৈরবের এক মন্দির নিৰ্ম্মাণ করিয়া দেন। | প্রাচীন যশোরের সহিত লক্ষ্মণসেনের সম্বন্ধ ছিল, তাহাতে সন্দেহ নাই। সেই স্বত্রে সে সময়ের “পুরাণ” মুদ্র এ অঞ্চলে প্রচারিত হইতে পারে। প্রাকৃতিক বিপ্লবে ঐ সকল স্থান মনুষ্যাবাসের অযোগ্য হইলে, নানাস্থানে

  • কালিয়া-নিবাণী বন্ধুবর ত্রযুক্ত হিরণ্যকুমার দাসগুপ্ত মহাশয় এই মুদ্র কয়েকটি সংগ্ৰহ করিয়া দিয়া আমাক চিরবাধিত করিয়াছেন।
  1. *tol (alstowth wrototo 5-3 ; Rhys Davids, Ancient weight & Measures p. 1-8.
  2. প্রাচীনমুদ্র। ( রাখাল বাৰু) فنلا *: ; Rapson, Indian coins, p 3. * यान्नैौनमूमा ১৪-১৫ পৃঃ যশোহর খুলনার ইতিহাস, ১মথও, ২২৩ পৃঃ।