পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ যশোহর-খুলনার ইতিহাস একটি আধুনিক নাম। প্রতাপাদিত্যের আমলের পূৰ্ব্বে লিখিত কোন প্রাচীন পুস্তকে “যশোহর নামে যশোর কখনও অভিহিত হয় নাই।” * প্রথমতঃ বসন্তুরায় আসিয়া উপনিবেশের স্থান বাছিয়া লন। উৰ্ব্বর মস্তিষ্কের কল্পনা অত্যন্ত্রকাল মধ্যে কার্য্যে পরিণত হয়। তখন উপবঙ্গে যশোর রাজ্যের সীমা ছিল - পূৰ্ব্বভাগে মধুমতী নদী, উত্তরে কেশবপুর, । পশ্চিমে কুশদ্বীপ ও প্রাচীন ভাগীরথীর খাত এবং দক্ষিণে বঙ্গোপসাগর। কুশদ্বীপ বা কুশদহ, বর্তমান বসিরহাট ও বনগ্রাম মহকুমার অন্তর্গত। ইহারই অন্তভুক্ত গোবরডাঙ্গার দক্ষিণে যমুনা ও ইচ্ছামতী সম্মিলিত হইয়া দক্ষিণবাহিনী হইয়াছে। বর্তমান টাকী ও হাস্নাবাদের দক্ষিণে আসিয়া এই যুক্তনদী কালিন্দী নামে ক্ষুদ্র শাখা রাখিয়া বামদিকে প্রবাহিত হইত। কালিন্দী তখন একটি ক্ষুদ্র খাল মাত্র ; এখনকার মত বিপুলকায় প্রবল নদী ছিল না। উহারই মোহানার দক্ষিণভাগে সমস্ত ভূভাগ ভীষণ সুন্দরবন ছিল। ঐ যমুনা ও কালিন্দীর মোহানার নিকট বসন্তরায় প্রথম পত্তন করেন এবং তিনিই স্বীয় নামানুসারে স্থানটির নাম রাখেন— বসন্তপুর। তখন এই স্থান হইতে বনের আরম্ভ হইয়াছিল । বসন্তরায় এই স্থান হইতে বন কাটাইয়া দশ বার মাইল স্থান পরিষ্কৃত করেন। বিলম্ব করার উপায় ছিল না ; এজন্ত তিনি যথাসম্ভব সত্বরতার সহিত একটি স্থান গড়বন্দী করিয়া রাজধানী • বর্তমান যশোহর জেলার সদর ষ্টেশন সহর যশোহর বা Jessore এর সহিত এই প্রাচীন যশোরের রাজধানী যশোহরের কোন সম্পর্ক নাই, বলিলেও চলে। অনেকে রেলপথে সহর যশোহরে নামিয়া বিক্রমাদিত্যের রাজধানী যশোহরের ভগ্নাবশেষের অনুসন্ধান করেন। এমন কি, কবীন্দ্র রবীন্দ্রনাথের নব্যবয়সের নভেল “বৌঠাকুরাণীর হাটে” ভৈরব-তটে প্রতাপের রাজধানী যশোহর অবস্থিত এবং ভৈরব-বক্ষে কামানগৰ্জ্জনে প্রতাপের নিদ্রাভঙ্গ হইল এইরূপ DBDD DDSDBB BD DDDD DDS BBBB BBBBBDD D DDD BBBDD DD নাই। সহর যশোহরের প্রাচীন নাম মুড়লী কস্ব বা শুধু কস্য। সেই পাঠান আমলের কম্বা ৰ সহরে যশোর রাজ্যের একটি কিল্লা বা দুর্গ ছিল বলিয়া জানা যায়। প্রতাপাদিত্যের পতনের পর চাচড়ার রাজবংশীল্পের যশোর রাজ্যের একাংশ পাইয়া "যশোরের রাজা বলিয়৷ পরিচিত হইয়া সেখানে বাস করেন। ইংরাজগণ জেলা করিবার সময়ে কমৃধার বদলে ( Jessore ) নাম করিয়া দেন। ১ম খণ্ড, ও পৃs - + কেশবপুর যশোহর জেলার একটি প্রসিদ্ধ স্থান এবং বাণিজ্যকেন্দ্র। উন্থ যশোহর সহর হইতে ২০ মাইল দক্ষিণে অবস্থিত। কেশবপুর এখনও চিনি, গুড়, লঙ্কা ও বন্ধের ব্যবসায়ের अछ विश्वjोङ ॥