পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ግ8 যশোহর-খুলনার ইতিহাস রাজন্ত, পিতৃমাতৃহীন বা রাজ্যহীন রাজকুমার, পলায়িত পরিবারের অশক্ত আত্মীয়, প্রতিহিংসালোলুপ পাঠান সর্দার এবং সৰ্ব্বোপরি চাকরীবিহীন অসংখ্য পাঠান সৈন্ত-সকলেই যশোরকে একমাত্র শরণস্থল মনে করিয়া নানা পথে সেদিকে অগ্রসর হইল। এদিকে অরণ্য মধ্যে রাজ্য পত্তন করিয়া গুহপরিবারস্থ সকলে নবাগতদিগকে সাদরে সম্বৰ্দ্ধনা করিতেছিলেন। সুতরাং অল্পকাল মধ্যে যশোহর প্রদেশ বহুজনসমাগমপূর্ণ জনপদে পরিণত হইল। এই সময়ে দাযুদের শেষ পরাজয় ও হত্য হইল। তখন সকল আশা ফুরাইল, পাঠানের সকল সাধনা বিফল হইয়া গেল। বিক্রমাদিত্য ও বসন্ত রায় দায়ুদের সঙ্গে সঙ্গে বা নিকটে নিকটে ছিলেন। এখন আর সেরূপ থাকিলে আত্মরক্ষা হয় না । সুতরাং তাহারা তখন হইতে ছদ্মবেশে গা ঢাকা দিলেন। কেহ তাহাদিগকে খুজিয় পায় না ; প্রবাদ এই, তাহার সন্ন্যাসীর বেশে ফিরিতেন । খাঁ জাহান আকমহলের যুদ্ধজয়ের পর টোডরমল্পকে আগ্রায় এবং মুজঃফর খাকে পাঠানদিগের অনুসরণে বিহার অঞ্চলে পাঠাইয়া, নিজে প্রথমে সপ্তগ্রামে ও পরে কুচবেহারের বিদ্রোহদমনে প্রবৃত্ত হন। টোডরমল্ল বহুসংখ্যক হস্তী ও লুষ্ঠিত ধনরত্ন লইয়া আকবরের নিকট যাইবার জন্ত আদেশ পাইয়া, প্রথমতঃ তাণ্ডায় আসেন। এবার তিনি এখানে অধিক কাল থাকিতে পারেন নাই। * দাযুদের প্রথম পরাজয়ের পর যখন মুনেম খাঁ গৌড়ে আসিয়া শাসনকাৰ্য্য পরিচালনা করিতে থাকেন, তখন টােডরমল্প কিছুদিন হিসাবপত্র স্থির করিবার জন্য তাছার সহযোগী হইয়া তাণ্ডায় ছিলেন । } সেই সময়ে তিনি জানিতে পারেন যে, হিসাবপত্র সমুদায়ই বিক্রমাদিত্য, বসন্তরায় ও শিবানন্দ প্রভৃতির করায়ত্ত্ব। তজ্জন্ত তিনি উহাদের সন্ধান করেন এবং রাজসরকারে হিসাবপত্র পাইলে, তিনি তাহাদিগকে যথেষ্ট পুরস্কৃত করিবেন এমনও কথা ছিল। তাহারই

  • ১৫৭৬ জুলাইমাসে আকমহলের যুদ্ধ হয়। ঐ বৎসর অক্টোবর মাসে টোডরমল্প छखब्रांtोब नाननकडी निषूख झ्छ। श्उब्रां९ डिनि पूरकद्र भद्र २७ भांप्नद्र अरश जाशाष्ट्र cनौझिब्राहिtजम, estetts acare afè I Akbar, V. A. Smith, p. 155.
  1. In the 19th year, when Daud had withdrawn to Satganw (Hugli), Munim Khan remained with Rajah Todar Mall in Tandah to settle financial matters.” Bloch Ain. p. 341. “Engaged in arranging matters political and financial." A. N. ( Beveridge ) III p. 169.