পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సి6 যশোহর-খুলনার ইতিহাস বংশের কৃতী পুরুষ এবং বর্তমান সময়ে রায় যতীন্দ্ৰ নাথ চৌধুরী সৰ্ব্বত্র সুপরিচিত। * গুহ বংশের অন্ত শাখাও ক্রমে এদেশে আসিয়াছিলেন। রায় চৌধুরী, রায় সরকার, চাকৃলাদার প্রভৃতি নানা উপাধিধারী হইয় তাহার টাকী, শ্ৰীপুর, পুড়া, বেঁওকাটি, সৈদপুর ও জালালপুর প্রভৃতি স্থানে এখনও বসতি করিতেছেন। এছুঞ্জবংশীয় দেওয়ান রামভদ্র রায় এক সময় পুড়া বসতি করেন ও সমধিক বিখ্যাত হইয়াছিলেন। { তাহার কথা পরে বলিতে হইবে। গুহবংশীয় যাহাদের কথা বলা হইল, তাহদের কতক কুলীন, কতক বা কুলজ। শুধু তাঁহাই নহে। মৌলিকদিগের মধ্যেও মধ্যল্য ; দত্ত ও দাস বংশীয়ের যশোহর-রাজধানীর সন্নিকটে পূৰ্ব্বোক্ত স্থানসমূহে, এমন কি, ভৈরবকুলবর্তী রঙ্গদ্বীপ বা রাংদিয়ার অন্তর্গত সিংগাতি, উৎকূল প্রভৃতি স্থানের বাসিন্দী আছেন। বহরমপুরের সেনগণ ও যশোহর-সমাজভূক্ত ছিলেন। প্রসিদ্ধ প্রত্নতাত্ত্বিক ডাক্তার রামদাস সেন বহরমপুরের আদি সম্মানিত জমিদার বংশ সমুজ্জল করিয়াছেন। যশোহর জেলার অন্তর্গত ইতনা এবং খুলনার সিংহগাতির দত্ত চৌধুরীগণ বসন্তরায়ের শ্বশুর বংশীয়। যশোহর-সমাজে কুলীনের সংখ্যাই অধিক এবং সে কুলীনগণ প্রায়ই মৌলিকক্রিয়া করিতেন না ; এই জন্ত এ সমাজে মৌলিকের সংখ্যা বড় অল্প । মৌলিকদিগের সকলেই মধ্যল্য অর্থাৎ প্রধান ; মৌলিকের নিম্নশাখাগুলি এ সমাজে নাই। যশোহর সমাজ কেবল কায়স্থ লইয়া হয় নাই। নানা শ্রেণীর কুলীন ও শ্রোত্রিয় ব্রাহ্মণ এবং বঙ্গজ ও রাঢ়ীয় বৈদ্য এ সমাজের গৌরব বৃদ্ধি করিয়া ছিলেন। গুরুবংশীয় কাপ চট্টোপাধ্যায়ের কথা পূৰ্ব্বে বলিয়াছি; অনেক কুলীন

  • স্বপণ্ডিত দধিভূষণ ভট্টাচাৰ্য্য মহাশয় “টাকী রায়চতুধুরীণ বংশমূ” নাম দিয়া সংস্কৃত কবিতায় এই বংশের বিবরণ প্রকাশ করিয়াছেন । কবিতাগুলির নিয়ে স্বল্পর বঙ্গানুবাদ আছে।

প্রসিদ্ধ ঐতিহাসিক খ্ৰীযুক্ত নিখিল নাথ রায়, বি, এল, এই বংশীয় এবং পুড়ার অধিবাস্ত্রী। { বঙ্গজ মৌলিকের বে চারি শ্রেণীতে বিভক্ত, তন্মধ্যে মধ্যল্য প্রধান । অস্ত তিন শাখা মহাপাত্র, নিম্ন মহাপাত্র ও অচলা। "যশোহর সমাজ ক্লীন প্রধান বলিয়া তথার কুলীন, कूशख ७ cर्षौलिक धई ठिन शtथा मांज " बचौब्र मम॥७, ७8 १ः ।