পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ᎼᏔᏱ যশোহর-খুলনার ইতিহাস করিয়া ঐভগবানই স্বয়ং এই মন্দির নির্মাণ করিয়াছেন, এই কথা অভিব্যক্ত করিয়াছেন। বিক্রমাদিত্য প্রভৃতি পুরুষানুক্রমে পরম বৈষ্ণব ছিলেন ; মন্দিরের দক্ষিণ গায়ে শ্ৰীকৃষ্ণ রাধিকার যুগল রূপের চিত্র দেখিয়াও তাঁহাই অনুমান হয়। এখানে যে লিপি প্রদত্ত হইল, আমরা স্বচক্ষে দেখিয়াই বিশেষ সতর্কতার সহিত উহার পাঠোদ্ধার করিয়াছি। ইহাতে যে তারিখ নির্দিষ্ট হইতেছে, তাহাতে ठिंक বিক্রমাদিত্যের সময়ই পড়ে। সম্ভবতঃ বিক্রমাদিত্যের রাজ্যারম্ভের অব্যবহিত পরে এই মন্দিরের কার্য্যারম্ভ হয় এবং অবশেষে ১৫৮২ খৃষ্টাব্দে উচ্চার কার্য শেষ হয়। সুতরাং প্রতাপের বাজত্বারম্ভ এই অব্দের পূৰ্ব্বে হইতে পারে না এবং এ মন্দিরও প্রতাপাদিত্যের মত শাক্তের নিৰ্ম্মিত নহে। - - দশম পরিচ্ছেদ –গোবিন্দ দাস । রামচন্দ্র ও তাহার পুত্ৰগণ যখন গৌড়ে ছিলেন, তাহার ৫• বৎসর পূর্ব হইতে সমগ্র বঙ্গে এক নূতন ধৰ্ম্মের তুফান বহিয়াছিল, সে তরঙ্গে কোমল হৃদয় মাত্রই ভাসিয়া গিয়াছিল। আমরা পূৰ্ব্বে বলিয়াছি, সম্ভবতঃ রামচন্দ্রই সপ্তগ্রাম বা গৌড়ে বাস করিবার সময়ে নুতন বৈষ্ণবধৰ্ম্মে দীক্ষিত হন। সপ্তগ্রাম ও গোঁড় উভয় স্থানেই বৈষ্ণব ধৰ্ম্মের প্রভাব আসিয়াছিল, সে প্রভাবে রঘুনাথ ও রূপ সনাতন ভাসিয়া গিয়াছিলেন। বৃদ্ধ রামচন্দ্র যে বৈষ্ণব হইবেন, সে বড় বেশী কথা নহে । বিক্রমাদিত ও বসন্তরায় জন্মাবধি বৈষ্ণব ছিলেন। র্তাহারা কৃষ্ণলীলা পদগান শুনিতে বড় ভাল বাসিতেন। এই সময়ে গৌড়ে তাহদের সহিত পদকবি গোবিলদাসের প্রথম সাক্ষাৎ হয়। গোবিন্দ দাস তখন তাহার অতীব স্বাভাবিক

  • Aচৈতষ্ঠদেবের সম-সাময়িক ও ভক্ত, বৈদ্যবংশীয় চিরঞ্জীব সেন খণ্ডে বাস করিতেন। ওঁ হীর দুইপুর, রামচন্দ্র ও গোবিন, কালে গঙ্গাতীরবর্তী তেলিয়া-বুধরতে বাস করেন। cशोबिन यथभङ: शैग्न भांठांभश् प्रांरभांशङ्ग cनप्नब्र निकों *ख्रिभtश प्रेौक्रिऊ छ्न । शृएश्न राथन BDD BBB S BBBBS BBB DDD BBB BBBD DDD DDDDDDDBB BBB LLLSBBB जांक्रांप्र्षीब्र निको रेक्कर मज अझ्न क८ब्रन । कथिङ जां८छ्, ८नई शैत्रांब ननtद्र ठांशंद्र बूष-गंबछ