পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Şeô যশোহর-খুলনার ইতিহাস পুত্র ছিলেন। তন্মধ্যে লক্ষ্মীনাথের সন্ধান নাই; ভূপতি রায়ের বংশ ছিল; তাহার পুত্রের নাম মুকুটমণি। শাস্ত্রী মহাশয় ও নিখিল বাবু যে কারিকা প্রকাশিত করিয়াছেন তাহ সম্ভবতঃ আধুনিক, অষ্টাদশ শতাব্দীতে রচিত। • তাহাতে আছে, মুকুট মণি প্রতাপের পুত্র ; কিন্তু সেকথা ঠিক নহে। ইদিলপুর, দেহেরগাতি ও কাড়াপাড়ার কারিকা হইতে প্রতাপের পুত্ৰগণের নাম পাওয় গিয়াছে, কিন্তু তাহাতে মুকুটমণি নাই। (৪) প্রতাপাদিত্য গোপাল ঘোষের কল্প বিবাহ করেন ; তিনি গোপাল দাস বস্থর কন্ঠ বিবাহ করেন নাই, সে কস্তার সহিত তাহার পুত্র অনন্ত রায়ের বিবাহ হয়। মাল্খা নগরের কুরচিনামায় আছে ঃ– “দানং গোপাল বসুন কৃতিনা জগতীতলে। বিক্রমাদিত্য তনয়ে প্রতাপাদিত্য সংজ্ঞকে ॥” + সে কথা ঠিক নহে। একাধিক কারিকা হইতে পাওয়া গিয়াছে যে প্রতাপ গোপাল ঘোষের কস্ত বিবাহ করেন। নিখিল বাবুও ইহাই স্থির করিয়াছেন। ; গোপালদাস বসু বিখ্যাত কুলীন ও বিশেষ ক্ষমতাশালী ব্যক্তি। যশোহর সমাজ প্রতিষ্ঠিত হওয়ার পর গোপালদাস বসু বাকুল চন্দ্রদ্বীপের রাজা পরমাননা বসু রায়ের সহিত কুল মৰ্য্যাদা বিষয়ে বিবাদ করিয়া যশোহরে আসেন। $ র্তাহার আবাসস্থান এখনও বসুর হাট বা বসির হাট বলিয়া খ্যাত ; ৭ বসিরহাট ২৪ পরগণা জেলার একটি সবডিভিসন । এই কারিক হইতে দেখিতেছি, তাহার কস্তার সহিত প্রতাপ পুত্র অনন্ত রায়ের বিবাহ হইয়াছিল। সম্ভবতঃ প্রতাপাদিত্যের পতনের পর গোপাল দাস বসু বসুর হাট হইতে চলিয়া গিয়া প্রথমে ঢাকায় ও পরে মালথা নগরে বাস স্থান নির্ণয় করেন। তাহারই

  • "প্রতাপস্তাপরঃ স্বতে মুকুটমণিসংজ্ঞঞ্চ”। নিখিলবাবুর "প্রতাপাদিত্য” ৩২৪ ও ৪৮১ পৃঃ ইদিলপুরের ঘটক কারিকায় মুকুটমণি ভূপতিরায়ের পুত্র বলিয়া উল্লিখিত। শাৰীমহাশয়ের কারিক যে আধুনিক তৎসম্বন্ধে নিখিলবাবুর প্রতাপাদিত্য ৩৬৩-৪ পৃষ্ঠা স্রষ্টব্য।

נזיניג וזאאף 84 ינסוג "הויfrה 8 שets fafe- ? + "अठांशक्ठिा” •• भूः “वऔद्र मञांख” ०४२ भूः। 8 রোহিণী বাবুর “বালা" ১৬৫ পৃঃ • १ फ्रांक ब्रिछिछे, ९द्र २७, s०ss, s१• नूः ।