পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विश्व्-कशों » e6t নামানুসারে ঢাকাসহরের একটি অংশ বসুর বাজার বলিয়া আখ্যাত হয় । আওরঙ্গজেবের সময় গোপাল দাসের পৌত্র দেবিদাস নওয়ারা মহল বা নাব বিভাগের কানুনগো ছিলেন । মালখা নগরে দেবিদাসের নিৰ্ম্মিত “সেম্বর” নামক সৌধে যে এ ইষ্টকলিপি আছে, উহা হইতে ১০৮৭সন বা ১৬৮১ খৃষ্টান্ধ পাই । • (৫) প্রতাপের অন্ত বিবাহ কবিশ্চন্দ্র র্থ নাগের কস্তার সহিত হইয়াছিল, দেখিতে পাই । সম্ভবতঃ কবিশ্চন্দ্র ধী একটি উপাধি যাত্র, উহায় প্রকৃত নাম জিতামিত্র নাগ। অন্যান্ত কারিকায় জিতামিত্র নাগের কথাই আছে । রাম রাম বস্তুর গ্রন্থে “নাগবি"র কথা আছে। + নাগকন্যাই প্রতাপাদিতোর পাটরাণী এবং তাহার জ্যেষ্ঠপুত্র উদয়াদিত্যের মাত । (৬) এই কারিকা হইতে দেখিতে পাটতেছি, প্রতাপের দুষ্ট কষ্ঠ ছিল । প্রথমটি রাজবল্লভ রায়ের সহিত বিবাচিত হয় । সে জামাতা রাজবাটিতে বাস করিতেন বলিয়া ঘটকেরা তাহাকে “উপগ্রহ’ বলিয়া বর্ণনা করিয়াছেন । অন্ত কন্যার সহিত বাকলার অধিপতি রাজা রামচন্ধের সহিত বিবাহ হয়। সে কন্যার নাম বিন্দুমতী। বিন্দুমতী রাজা কীৰ্ত্তি নারায়ণের জননী। তিনি রামচন্দ্র কর্তৃক প্রত্যাখ্যাত হইয়াছিলেন, এ উক্তি যিথা । } (৭) এতদিন উদয়াদিত্য ভিন্ন প্রতাপের অন্ত পুত্ৰগণের নাম পাওয়া যায় নাই ; এই কারিকায় সকল নাম স্পষ্টতঃ উল্লিখিত আছে। কেহ বলেন প্রতাপের একাদশ পুত্র ছিল। কিন্তু প্রকৃত পক্ষে বসন্ত রায়ের পুত্র সংখ্যা ১ এবং প্রতাপের পুত্র সংখ্যা ৬। সম্ভবতঃ বসন্ত রায়ের একাদশ সংখ্যা ভুলক্রমে প্রতাপের স্কন্ধে অৰ্পিত হইয়াছে। $ প্রতাপের পুত্ৰগণ কেহই শিশু ছিলেন না ; সকলেরই বিবাহ প্রতাপের জীবদ্দশায় হইয়াছিল। তাহার পতনের পর পুত্র কেহই জীবিত ছিলেন না ; সুতরাং তাহাৰুে বিবাহ তাহার জীবদ্দশায় না হইয়া পারে না। শুধু তাহাই নহে, দ্বিতীয় পুত্র অনস্ত রায়ের একটি পুত্র সস্তান

  • झोंक ब्रिउिछे, छेउ नश्श, s१२ नृः।

নিখিল বাবুর প্রতাপাদিত্য ৯১ পৃঃ, রাম রাম বস্থর গন্থ (মূল সংস্করণ), ’৭১ পৃঃ। * निशिज बांबू, sav शृष्टाब्र शांश बलिब्राप्झन, उोशब्र खिखि नॉरे । ७ विषग्न जांभाब्रा भtब्र बीuलोहमाँ कब्रिक् । $ "প্রতাপাদিত্য” (নিখিল বাৰু } s৮১ খৃঃ। రి