পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

전 X eq নামের পরিবর্তন হইয়াছিল। সে কারিক অনুসারেও প্রতাপের পুত্র সংখ্যা ৬ এবং তাহদের নামের সহিত বর্তমান কারিকার সম্পূর্ণ মিল আছে। প্রতাপাদিত্যের নিজের পূৰ্ব্বনাম গোপীনাথ, এবং তাহার পুত্র উদয়াদিত্যের পূৰ্ব্ব নাম জগন্নাথ। দ্বিতীয় পুত্র অনন্ত রায়ের নাম হইয়াছিল প্রতাপ-নরেজ, ংগ্রাম রায় বা সংগ্রামাদিত্যের অন্ত নাম প্রতাপকৰ্ণ, রামভদ্রের নাম প্রতাপভীম রাজীবলোচনের পরবর্তী নাম প্রতাপ অৰ্জুন এবং জগদ্বরভের নাম হইয়াছিল প্রতাপচন্দ্র ; পঞ্চপুত্রের কেহই কিন্তু প্রতাপ বর্জিত নহেন। প্রতাপের পুত্র গণের নূতন নামগুলি বর্তমান রাজবংশীয়দিগের মধ্যে কেহ কেহ জানেন। কিন্তু এ সমন্ধে ভুল ধারণা চলিয়া আসিতেছে। আশা করি, বর্তমান কাধিকাগুলি হইতে সে সন্দেহের নিরসন হইবে। (১০) শিবানন্দের পুত্ৰগণের নাম সম্বন্ধে অন্ত কারিকার সহিত কিছু অমিল হইতেছে। শিবানন্দ ভ্রাতৃগণের সহিত মনোমালিন্ত-সুত্রে যশোহরে আসেন নাই ; কথিত আছে, তিনি পূৰ্ব্ববঙ্গে চাদপ্রতাপের অন্তর্গত রোয়াইলে বাস করেন ; নিখিল বাবু “কায়স্থ-বংশাবলী” নামক গ্রন্থ হইতে দেখাইয়াছেন, শিবানন্দের তিন পুত্রের নাম হরিদাস, গোপালদাস ও বিষ্ণুদাস। তন্মধ্যে বিষ্ণুদাস পরে হইতে যশোহরে অসিয়াছিলেন । তাহার নাম লষ্টয়া বর্তমান কারিকার কোন অমিল নাই। কেবল মাত্র হরিদাস ও গোপালদাস স্থলে মুকুটরায় ও গোবিনারায় পাই। গোপাল ও গোবিদে ভুল হওয়া অসম্ভব নয় এবং হরিদাসের অন্ত নাম মুকুটরায় হইতেও পরে। মুকুটরায় নামটি অনেকস্থলে উপাধিস্বরূপষ্ট লক্ষ্য করিয়াছি। যাহা হউক, তিন পুত্রের মধ্যে অন্ত কোন বংশ খ্যাতিলাভ ন করুন, হরিদাসের বংশ পুনরায় সমুজ্জল হইয়াছিল। তাহার পৌত্র রাজনারায়ণ মুর্শিদাবাদের নবাবসরকারে কানুনগো দপ্তরের সৰ্ব্বোচ্চ পদ লাভ করিয়া মজুমদার হন ; তাহার ভ্রাতা গোপীকাস্তের বৃদ্ধপ্রপৌত্র উদয়চন্দ্র প্রথমতঃ সামান্ত বেতনে উক্ত নবাব সরকারে প্রবিষ্ট হইয়া স্বীয় প্রতিভাবলে নায়েব দেওয়ানের পদ পান, এবং দেওয়ান রাজা পরেশনাথের মৃত্যুর পর ৯ কিছুদিন

  • রাজা পরেশ নাথ যশোহরের অন্তর্গত পাজিয়ার বহুবংশের একজন কৃতী পুরুষ। ১৮৩৯ খৃষ্টান্ধে তিনি মুর্শিদাবাদের দেওয়ান ছিলেন । উtহার বংশধরগণ এখনও পালিয়ায় বাস করিতেছেন। এই প্রসিদ্ধ কায়স্থ প্রধান গ্রাম যশোহর হইতে দক্ষিণ পূৰ্ব্বকোণে ২৬ মাইল দূরে অবস্থিত।