পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রতাপাদিত্যের রাজধানী ১৪৫ (২) র্যাহারা বলেন, ঈশ্বরীপুরের সন্নিকটে বিক্রমাদিত্যের রাজধানী ছিল এবং উহার দক্ষিণে ৮১• মাইল দূরে প্রতাপ নূতন রাজধানী প্রতিষ্ঠা করেন, কয়েকটি কারণে তাহদের কথা বিশ্বাস করিতে পারি না। প্রথমতঃ তাহা হইলে প্রতাপের নূতন দুর্গার হইতে অদূরে যশোরেশ্বরী দেবীর মুক্তি বাহির হইবার প্রবাদ একেবারে পরিত্যাগ করিতে হয়। দ্বিতীয়তঃ ঈশ্বরীপুর হইতে দক্ষিণে ৮১০ মাইল পৰ্য্যন্ত পরিষ্কৃত হইয়া আবাদ হইয়াছে। উহার অধিকাংশই নকীপুরের vহরিচরণ চৌধুৰী মহাশয়ের এলেকাধীন। ঐস্থানে তাহার হরিনগর কাছারী আছে। তাহার পূর্ব পাশ্বে ধূমঘাট নদী। কাছারীর উত্তর পশ্চিমে ঈশ্বরীপুর পৰ্য্যন্ত সবস্থানই এক্ষণে আবাদ হইয়াছে ; কিন্তু কোন স্থানে কোন ভগ্নাবশেষ পাওয়া যায় নাই। ধূমঘাট নদী ও কদমতলীর মোহান হইতে সিজুড়তলী, চুণকুড়ি ও ঘজিখালি নদীপথে পশ্চিমমুখে যমুনাতে পড়িতে হয় ; এই পথের উত্তরে আবাদ ও দক্ষিণে নিবিড় জঙ্গল । জঙ্গলে কোন মনুষ্ঠাবাসের সংবাদ পাই নাই। যমুনা হইতে পূৰ্ব্ব দক্ষিণ মুখে আইবুড়ীর দোয়ানিয়া ও মঠের খাল দিয়া ভিতরে প্রবেশ করা যায় বটে, কিন্তু তথায় রমজাননগর নামক হাল আবাদে দুই একটি পুকুর, কতকগুলি বেলগাছ এবং সামান্ত ইষ্টকাদি ভিন্ন প্রকাণ্ড দুর্গ বা রাজধানীর কোন চিহ্ন নাই। প্রায় ২৫ বৎসর কাল প্রতাপাদিত্যের মত পরাক্রান্ত ভূপতি যেখানে রাজাসন পাতিয়া শাসন করিয়াছিলেন, তাহার নিকট কোন কীৰ্ত্তি-চিহ্ন নাই, অথচ তাহার বহুদূর দক্ষিণে মালঞ্চ হইতে বহির্গত হরিখালি নদীর পার্শে ভগ্ন ইষ্টকালয় এখনও বৰ্ত্তবান আছে এবং তাহারও দক্ষিণে কোন কোন স্থানে ইষ্টক চিহ্ন দেখিতে পাওয়া গিয়াছে। এমন কি, ঈশ্বরীপুর হইতে দক্ষিণ পূৰ্ব্ব কোণে ১৭৩নং লাটে ইচ্ছামতী ও আড়পাঙ্গাসিয়ার মধ্যবর্তী আড়াই বাকীর দোয়ানিয়ার উত্তরাংশে প্রতাপের একটি নৌসেনা নিবাস ছিল, কিন্তু তথার ছর্গের কোন পরিচয় নাই। এ সকল দূরে বসিয়া কল্পনা নহে, প্রাণ হাতে করিয়া বনে বনে ঘুরিয়া চক্ষুষ প্রমাণে প্রতিপন্ন করিয়াছি, ঈশ্বরীপুরের দক্ষিণে ২০ মাইলের i capital, which were close to each other, would be amalgammated when Pratapaditya took the reins of government into his own hands”—P. Leo Faulkner's article “where Pratapaditya reigned" Calcutta Beview, 1920, р. 188. i - 签篱