পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রতাপাদিত্যের রাজধানী እ8ፃ দেখিয়াছিলেন। এবং রামরাম বসুর গ্রন্থে ও অন্তান্ত বহুস্থলে প্রতাপাদিত্যকে সগর দ্বীপের * শেষ রাজা বলিয়া আখ্যাত করা হইয়াছে। প্রতাপাদিত্য যে চ্যাণ্ডিকানের রাজা, তাহ জেসুইট মিশনরীগণের বিবরণী হইতে জানা গিয়াছে। ইহ হইতে নিখিলবাবুর বিচারপ্রণালী এইরূপ দাড়াইতেছে —প্রতাপ চ্যাণ্ডিকানের রাজা, প্রতাপ সগর দ্বীপের রাজা, অতএব সগরদ্বীপই চ্যাগুিকান। তর্কবিজ্ঞানের বিচারে ইহার মধ্যে কতকগুলি ভ্রান্তবাদ থাকিয়া যাইতে পারে, তাহা হয়ত তিনি লক্ষ্য করেন নাই। বিশেষতঃ সার টমাস রো’র ম্যাপের উপর তিনি অতিরিক্ত নির্ভর করিয়াছেন ; সার টমাস ভৌগলিক নহেন এবং তাহার ম্যাপে যে ভাবে চ্যাশুিকান দ্বীপের পূর্বদিকে ঢাকার সন্নিকটে সাতগাঁ নগরীর স্থান দেখান হইয়াছে, তাহাতে সে ম্যাপের কিছুই বিশ্বাস করা চলে না। “পরবর্তী কালে কেহ কেহ সপ্তগ্রাম প্রদেশকেও চ্যাণ্ডিকান” বলিতেন, এ কথা নিখিলবাবুই স্বীকার করিয়া গিয়াছেন। প্রকৃতপক্ষে সগরদ্বীপ চ্যাশুিকান রাজ্যের একাংশ মাত্র, এবং প্রতাপ চ্যাণ্ডিকানের রাজা হইয়াও সগরদ্বীপের রাজা ছিলেন। তাহা হইলে সগরদ্বীপই চ্যাণ্ডিকান রাজ্যের রাজধানী হইতে পারে না । ১৭৯৬ খৃষ্টাব্দে প্রকাশিত পাশ্চাত্য ভ্রমণকারীর গ্রন্থে স্পষ্টতঃ লিখিত আছে যে, তখন হুগলী বা গঙ্গা নদীর পূৰ্ব্বদিশ্বৰ্ত্তী প্রদেশ চ্যাণ্ডিকান বলিয়া বিদিত ছিল ; সগরদ্বীপের নিকটবর্তী গঙ্গার প্রবাহকে চ্যাণ্ডিকান নদী বলা হইত ; এমন কি, ১৬১৪ অব্দে হুগলী অঞ্চলকে চ্যাণ্ডিকান প্রদেশ বলিত স্বতরাং সার টমাস, রো’র ম্যাপে সগরদ্বীপের চ্যাণ্ডিকান নাম হওয়া বিচিত্র নহে। চ্যাণ্ডিকান নামে একটা রাজ্য ছিল, এবং সে রাজ্যের রাজধানী সগরে ছিল বলিয়া মনে করি না ।

  • “List of Ancient Monuments in Bengal” p. 146. A. S. B. for Dec. 1868.
  • Team Bernmilli, Description Historique, Vol. II part 2, p. 4o8. Quoted by Nikhil Babu, প্রতাপাদিত্য, ১৪৩ পৃঃ উপক্ৰমণিকা । -
  • “Before 1596, when ea. hest edition of Van Linschoten's work was published, the country to the East of the Hugli river was known as the country of Chandecan. One of the channels of the Hugli near Saugor Island, if not the Hugh itself, was then called the river of Chandecan. In 1604, the Jesuit Residence at Hugli was designated as situated in the Chandecan district.” J. A. S. B. 1913, No. 1o, p. 441 ; 1911, p. 16. Cf. Van Linschoten's Itinerario, part II, Amsterdam, 1596 ch. xi