পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\bg যশোহর-খুলনার ইতিহাস তবে হিন্দুশক্তি জাগাইতে ইষ্টবে, মোগলকে কিছুতেই উঠিন্তে দেওয়া হইবে না, ইহাই প্রতাপের প্রতিজ্ঞ হইল। বঙ্গদেশ হিন্দুর দেশ ; সকল দেশের সকল জাতিরই নিজের দেশে স্বরাজ প্রতিষ্ঠা করার অধিকার আছে। হিন্দুরা পাঠান শাসনকালে প্রায় চারশত বৎসর ধরিয়া সে স্বাধিকার লাভে বঞ্চিত থাকিলেও, আবার যদি মোগলপাঠানের সংঘর্ষকালে সুযোগ বুঝিয় তাহার স্বাতন্ত্র্যলাভের চেষ্টা করে, তাহ অন্তায় বলিয়া বিবেচিত হইতে পারে না। প্রতাপাদিত র্তাহার স্বজাতীয় হিন্দুর এই চিরন্তন অধিকার লাভের জন্য উদ্যোগী হইয়াছিলেন । সমগ্র দেশ যদি জাগিত, তবে প্রতাপের প্রতিজ্ঞাও থাকিত । কিন্তু তাহার চেষ্টা শেষকালে সফল হয় নাই বলিয়া আমরা মূলে তাহার উদ্দেশ্যেরই সন্দেহ করি। প্রকৃতপক্ষে সময় তখন আসে নাই, দেশ তথন জাগে নাই ; একজন বা দশজন জাগিলেই দেশ জাগে না । তখনও ঘরে ঘরে আত্মকলহ চলিতেছিল, অজ্ঞানতা ও কুসংস্কারে দেশ ডুবিয়া ছিল; সমাজ ও সংস্কারের মোহমন্ত্রে দেশের বা দশের কথা লোকে ভুলিয়া গিয়াছিল। একাকী প্রতাপ বা ভুঞারাজগণ তাহার কি কারবেন ? প্রতীপ চেষ্টা করিয়াছিলেন, অসময়ে চেষ্টা করিতে গিয়৷ কত ভুল করিয়াছিলেন, কত নৃশংসতার পরিচয় দিয়াছিলেন ; কিন্তু তাহার অভীষ্ট সিদ্ধ হয় নাই বলিয়, তাহার একনিষ্ঠ সাধনার কথা আমরা সকলেই ভুলিয়া গিয়াছি । কিন্তু তাহার আয়োজনের যদি পরিচয় দেওয়া যায়, তবে আশা করি, তাহার দেশসেবার বার্তা একেবারে মুছিয়া যাইবে না। চতুর্থতঃ সকল উদ্দেস্যের কথা ভুলিয়া গেলেও আমরা প্রতাপাদিত্যের একটা চেষ্টার কথা কিছুতেই ভুলিতে পারিব না ; তিনি একদিকে যেমন মোগলের অত্যাচার, অন্ত দিকে তেমনই মগ ও ফিরিঙ্গি দস্থ্যদিগের পাশবিক অত্যাচার হইতে দেশবাসীদিগকে শাস্তি দিবার জন্ত প্রাণপণে চেষ্টা করিয়াছিলেন। মোগলের সহিত র্তাহার পচিশ বৎসর ধরিয়া দারুণ সংঘর্ষ চলিয়াছিল ; তাহার যুদ্ধ বিগ্রহের বিবরণ হইতে উহার পরিচয় পাওয়া যাইবে । তাছার রাজারম্ভের combat, but the Afghans have let the empire of Hind slip from their hands on account of their internal dissensions.”—Towarikh-i-Sher Shahi, Elliot & Dowson. Vol 1 \, p. 330.