পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মগ ও ফিরিঙ্গি Y&ፃ বলিয়া পরিচিত। কিন্তু সে উদার মতের কোন নীতি তাহারা অনুসরণ করিত বলিয়া বোধ হয় না ; কারণ হিংসা ও দস্থ্যতাষ্ট একসময়ে তাহদের প্রধান ব্যবসায় ছিল। আমরা যে সময়ের কথা বলিতেছি, সেই ষোড়শ শতাব্দীর মধ্যভাগে পশ্চিম ভারত হইতে পটুগীজগণ আসিয়া আবাকাণ ও নিকটবৰ্ত্ত নানাস্থানে সমুদ্রতীরে বাস করে। প্রথমতঃ মগের এই বিদেশকে বন্ধুভাবে লুফিয়া লইয়াছিল ; কারণ তাহারা উৎকৃষ্ট নাবিক এবং দস্থ ব্যবসায়ের উপযুক্ত সহচর। বিশেষতঃ বুঙ্গে আসিয়া দস্থ্যতা করার জন্য বঙ্গের শাসক পাঠান বা মোগল সকলেষ্ট মগের প্রতি বিরূপ ছিলেন ; মগেরাও উহাদেব বিরুদ্ধে দণ্ডায়মান হওয়ার জন্ত বিশেষ সাহায্য পাইবে বলিয়া, পটুগীজদিগকে আশ্রয় দিয়াছিল। কিন্তু সমব্যবসায়ীর সদ্ভাব বেশীদিন থাকে না ; সুতরাং মগ ও পটুগীজের মধ্যে কখনও মিত্রতা, কখনও সংঘর্ষ হইত। উচ্চার ফলে অনেক সময় বঙ্গের ভাগ পবিবৰ্ত্তিত হইয়া যাইত। সেই কথাই আমরা বলিতেছি ; কিন্তু অগ্ৰে দেখিব, এই পটুগীজগণ কোথা হইতে আসিল এবং কেমন করিয়া তাহারা ফিরিঙ্গি নাম পাইয়াছিল। পটুগাল ইয়োরোপের একটি প্রান্তবৰ্ত্তী ক্ষুদ্ররাজ্য। কিন্তু ১শ শতাব্দীতে নাসাধনে অনেক নূতন দেশ আবিষ্কার করিয়া,এষ্ট ক্ষুদ্র রাজ্য অনেক বড় দেশের চক্ষু ফুটাইয়াছিল। পৰ্টুগীজ নরপতি মানুয়েলের রাজত্ব কালে ভাস্কো ডা গাম আফ্রিকার দক্ষিণ বুরিয়া ভারতবর্ষে আসেন। অনেককাল হইতে ইয়োরোপের লোকের স্বর্ণভূমি ভারতে আসিবার পথ আবিষ্কাৰ করিবার জন্য ব্যাকুল চষ্টয়াছিল ; পটুগীজ গাম। সে পথ বাতির করিয়া খ্যাক্তিলাভ করিলেন। শুধু পথ দেখান নহে, পটুগীজের বাণিজ্য ও রাজ্যবিস্তার এই উভয় কল্পনা লইয়া কাৰ্য্যক্ষেত্রে অবতীর্ণ হইল। ক্রমে তাহারা পশ্চিম ভারতে সমুদ্রতীরবর্তী নানাস্থানে ক্ষুদ্র ক্ষুদ্র বাজা পত্তন করিল ; অল্প কাল মধ্যে গোয়া নগরীতে দুর্গ ও বাজধানী স্থাপন করিয়া নানাস্থানের সহিত বাণিজা করিতে লাগিল। গাম বঙ্গদেশে না আসিলেও তাহার স্থা জানিতেন এবং তৎসম্বন্ধে লিখিয়া যান। বঙ্গকে তখন ভারতের ভূ-স্বৰ্গ (“Paradise of India” ) বলা হইত। মোগল দিগের সনন্দাদিতে ঐ নামেই বঙ্গদেশের পরিচয় ছিল।*

  • Hill's Bengal in 1756-57. Vol. III p 160, Portuguese in Indir (Campos) p 19 note.