পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

›ዓo যশোহর-খুলনার ইতিহাস আশ্রয় স্থানকে বন্দর বলিত, এই বন্দর কথা হইতে “ব্যাণ্ডেল” হইয়াছে ; এক সময়ে বঙ্গে তাহাদের অনেকগুলি ব্যাগুেল ছিল। হুগলীর নিকটবৰ্ত্তী ব্যাণ্ডেল নামক স্থানের উৎপত্তি এইরূপ। এই সকল উপনিবেশে অবস্থান করিবার সময় তাহাদের বিশেষ কোন শাসন-ব্যবস্থা ছিল বলিয়া বোধ হয় না। ১৫৮৩ হইতে ১৫৮৯ খৃষ্টাব্দ পর্য্যন্ত লিন্সটেন (Van Linschoten) নামক পর্যটক ভারতবর্ষে ছিলেন ; তিনি বলিয়া গিয়াছেন, হুগলী প্রভৃতি স্থানে পটুগীজদিগের আডড ছিল বটে, কিন্তু সেখানে তখনও তাহাদের কোন দুর্গ বা শাসন-শৃঙ্খল ছিল না ; তাহারা যেখানে সেখানে অবাবস্থিতভাবে বাস করিত, স্ব স্ব প্রধান ছিল, কেহ কাহারও শাসন মানিত না । তাহার নানা অপরাধে অপরাধী বলিয়া একস্থানে স্থায়িভাবে বসতি করিতেও সাহসী হইত না । * পশ্চিম ভারতে বম্বে অঞ্চলে যে সব পটুগীজ বাস করিত, তাহদের মধ্যে অনেকে গুরুতর দুৰ্ব্বত্ততার জন্য অপরাধী হইত। তখন গোয়ার পটুগীজ গবর্ণমেণ্টের হস্তে শাস্তি পাইবার ভয়ে পলায়ন করিয়া বঙ্গে আসিত। বম্বে অঞ্চল হইতে আসিত বলিয়া এষ্ট জাতীয় লোকের সাধারণ নাম ছিল 'বম্বেটে’ । দমাবৃত্তিই এদেশে তাঁহাদের প্রধান ব্যবসায় হৃষ্টত এজন্ত তদবধি দস্তাদুর্বত্তদিগকে এদেশে এখনও বম্বেটে বলা হয়। প্রথমতঃ আরাকাণ ও চট্টগ্রামের উপকূলে নানাস্থানে তাহদের আড্ডা হয়। তথা ইষ্টতে তাহারা পূৰ্ব্ব ও দক্ষিণ বঙ্গে প্রবেশ করিত ; চট্টগ্রাম হইতে বঙ্গে আসিতে, পথে পড়িত সন্দ্বীপ । এষ্ট সন্দ্বীপ বা সোমন্দ্বীপ বঙ্গোপসাগরের মধ্যে একটি সমুৰ্ব্বর সুন্দর দ্বীপ ; উৎপন্ন শস্য ও পণ্যের গৌরবে উহার নাম ছিল স্বর্ণ দ্বীপ । সেই স্বর্ণ দ্বীপ কথা হইতেই

  • The Portingalles deale and Traffique thether, and some places art inhabited by them, as the havens which they call Porto Grande and Porto Petueno. that is the great havem and the fittle havem, but thero are no Fortcs, nor any government, nor police, as in ( Portuguese India (they have), but live in a manner ike wild men and untamed horses, for that everyman doth what hee will, and everyman is Lord ( and maister), neither esteeme they anything of justice, whether there be any or none, and in this manner doe certayne Portingalles dwell among them, some here, some there (scattered abroade). and are for the most part such as dare not stay in India for some wickednesse by them committed " Van Linschoten ( Hakluyt edition ) p. 95. Bengal Paso and Present, Part 1 1915 pp. 80-11