পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মগ ও ফিরিঙ্গি ›ፃእ সন্দ্বীপ নাম হইয়াছে। দ্বীপটি ১৪ মাইল দীর্ঘ ও ১২ মাইল প্রশস্ত। • ফ্রেডরিকৃ নামক একজন ভিনিসীয় পর্যটক ১৫৬৯ খৃষ্টাব্দে সন্দ্বীপ পরিদর্শন করেন। র্তাহার মতে সন্দ্বীপ তখন একটি প্রধান উৰ্ব্বরতাশালী বহুজনপুর্ণ সমৃদ্ধ দ্বীপ। ভু-জারিকের ১৬১০ খৃষ্টাব্দের বিবরণী হইতে জানা যায়, সদ্বীপ লবণের ব্যবসায়ের জন্ত ভারতের মধ্যে প্রধান ছিল। প্রতি বৎসর দুইশতের অধিক জাহাজ লবণ বোঝাই করিবার জন্য এখানে উপস্থিত হইত। { সন্দ্বীপের এইরূপ সমৃদ্ধির জন্ত তৎপ্রতি মগ, পটুগীজ, মোগল বা ভুঞ রাজগণের লোলুপ দৃষ্টি পড়িয়াছিল এবং তাহারষ্ট ফলে সন্ধাপের কুলে ও জলে । বহুবার ভীষণ রণক্রীড়া হইয়াছিল, সে কথা আমরা যথাস্থানে বিবৃত করিব । ফ্রেডরিকের আগমন কালে সন্দ্বীপের প্রধান অধিবাসা ছিল মুত্র বা মুসলমানগণ । ক্রমে তথায় মগ ও পটুগীজগণের বসতি হয়। পুরাতন হিন্দু অধিবাসীর ংখ্যা খুব কমই ছিল। পটুগীজদেগের পূৰ্ব্বে কয়েক বৎসরকাল সন্দ্বীপ বারভুঞার অন্ততম কেদার রায়ের শাসনাধীন ছিল, সে কথা পরে বলিব । চট্টগ্রামেই পৰ্টুগীজদিগের প্রধান উপনিবেশ ছিল। ১৫৬-থুষ্টাব্দে চট্টগ্রাম আরাকাণ-রাজের অধীন হয়। পূর্বেই বলিয়াছি প্রথমতঃ সে রাজার সহিত পটুগীজদিগের সম্প্রীতি ছিল ; সেই সম্প্রীতির ফলে তাহার দলে দলে আসিয়া চট্টগ্রামে বাস করিতে থাকে, কারণ এই স্থানের রমণীয় অবস্থান গুণে তাহার মোহিত হইয়াছিল। ক্রমে তথায় তাহাদের বংশবৃদ্ধি এবং বলবৃদ্ধি হইতে থাকে। অবশেষে ১৫৯০ খৃষ্টাব্দে তাহারা অস্ত্রবলে চট্টগ্রাম আধকাৰ করিয়া লয়। কিন্তু তৎপূৰ্ব্বেও উক্ত সহরে পাহাড়তলীর নিকট তাঙ্গদের একটি দুর্গ ছিল এবং S SAASSSSSS BBB BBBB BBDD DBg B BDD BB BBBBB BBD AAAAS টাঙ্কায় ৰিক্ৰান্ত হয় । উহার অৰ্দ্ধেক Mr. Courjon এবং অপরদ্ধি সমানাংশে Mr. Delanny BBB BBBBB BBgg gBBBg BDD DBBBSB DDD DDDDBB LS0S টাকা স্থিরীকৃত হয়। এখন নিজ সন্দীপের প্রায় v• কুৰ্জ্জনের কষ্ট Mrs. Massingham এবং অপরাংশ তুল্যাংশে ডিলানী ও তেওয়ারীর জমিদারী ভূক্ত আছে। জাম্বর ১৯১২ অঙ্গে এই সকল জমিদারীর কাছারী পরিদর্শন করিয়াছিলাম। f “The Island was one of the most fertile places in the world, densely populated and well cultivated” Noakhali Gezetteer (Webster) p. 17. ! Du Jarric's Histoire des Indes Orientales, part IV Chap. 32; निशिजनारथब्र *প্রতাপাদিত্য" se৯৫, পৃ: )