পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>૧ যশোহর-খুলনার ইতিহাস হাজার পরিবারকে অনিয়া বসতি করাইয়াছে।” * এই ম্যানরিকের বিবরণীর অষ্ঠত্র হইতে জানা গিয়াছে, যে তিনি যে পাঁচ বৎসর কাল আরাকাণে ছিলেন, তন্মধ্যে পটুগীজ ও মগ দক্ষ্যগণ বঙ্গদেশের এই সকল স্থান হইতে ১৮৪০০ লোক ডিয়াঙ্গ ও অঙ্গারখালি ( Angar cale ) নামক স্থানে আনিয়াছিল। চট্টগ্রাম হইতে হুগলী পর্য্যন্ত কোন স্থানই তাহদের উৎপাতে নিরাপদ ছিল না। { যশোবের উপরই যেন তাহাদের উৎপাত সৰ্ব্বাপেক্ষা বেশী ছিল। এখানে যশোর বলিতে যশোর রাজ্য বা খুলনার দক্ষিণাংশই বুঝিতে হইবে। ম্যানরিকৃ আরাকাণে যাইবার পথে যখন ডিয়াঙ্গায় উপস্থিত হন, তখন শুনিলেন পটুগীজ কাপ্তেনের ঐরূপ দমু্যতার জন্য যশোরে গিয়াছিল হুগলীর নিকট যে সকল পটুগীজের আড্ডা করিয়াছিল, তাহারা ভাগীরথী প্রভৃতি নদী পথে দস্থ্যত করিত, মাশুল না লইয়া কোন জাহাজ বা নৌকাকে চলিতে দিত না । এষ্ট সময়ে গ্রামে গ্রামে ছেলে ধরার ভয় কষ্টয়াছিল। “পটুগীজের ছোট ছোট ছেলে ধরিয়া বিভিন্ন দেশে লইয়া গিয়া বিক্রয় করিত। ইহাদের উৎপাতে যে কত সহর, কত শত গ্রাম উৎসন্ন হইয়াছে, কত শত বণিকের সৰ্ব্বনাশ হইয়াছে, তাহা বলিয়া শেষ করা যায় না ।” $ এই জন্তই সম্রাট শাহজাহানের আদেশে ১৬৩৩ খৃষ্টাব্দে একবার এই "প্রতিমাপূজক ফিরিঙ্গির অধিকাংশ হত, আহত ও নিদারুণরূপে অপমানিত হইয়া হুগলি অঞ্চল হইতে বহিষ্কৃত হইয়াছিল । এইরূপে বহুকাল ধরিয়া অবিরত পাশবিক দমাবৃত্তি চলিয়াছিল । তাহার ফলে আরাকাণ অঞ্চলে যেমন লোক সংখ্যা বৃদ্ধি পাইতেছিল, দক্ষিণ বঙ্গ তেমনি

  • “Every body knows how many raids they ( Portuguese ) make ever * year with their fleets on the lands and kingdoms of Barala and Soliemanitas, Jassor, Angelim and Ourixa, thereby not only decreasing the power of the enemy, but also increasing yours. * * * They brought to your dominions entire Cities and villages (Poblaciones), there being years when they introduced over eleven thousand families." Bengal, Past and Present 1916, Part II р. 258.
  1. Ibid p, 281.

f “They had gone ( to assor ) evidently on one of their annual filibustering slave-raiding expeditions against the Moghuls of Bengal.” Ibid p. 268. $ विचष्कार, २s* थ७, s* नू: