পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মগ ও ফিরিঙ্গি >b,o`y বঙ্গেশ্বর সায়েস্তা খাঁ সৰ্ব্বশেষে ইহাদের সর্বনাশ সাধন করেন। ১৬৬৬ খৃষ্টাব্দে চট্টগ্রাম বিজয়কালে তিনি বহুক্ষেত্রে রণক্রীড়া করিয়া দুৰ্দ্দান্ত দহ্যদলকে “সায়েস্তা" করিয়া অর্থাৎ পযুদস্ত ও নিয়মানুবৰ্ত্তী করিয়া দিয়াছিলেন। এখনও আমাদের ভাষায় দুৰ্ব্বিনীত লোককে “সায়েস্তা” করিবার কথা প্রচলিত আছে। বাঙ্গালা মুল্লুক এই সব দস্তু্যদলের খাস তালুকের মত হইয় দাড়াইয়াছিল। সায়েস্ত৷ খ৷ চট্টগ্রাম জয় করিলে, মগ ও ফিরিঙ্গি উভয়জাতিই তাহার বগুত স্বীকার করিতে বাধ্য হয়। তখন জনৈক প্রধান কাপ্টেনের অধীন কতকগুলি ফিরিঙ্গি ঢাকায় গিয়া নবাবের শরণাপন্ন হয়। সায়েস্ত খ, তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, “তোমরা যে আরাকাণীদের পক্ষভুক্ত হইয়৷ মোগলের সহিত যুদ্ধ কর, মগের তোমাদের বেতন কি ভাবে দিত ?” তদুত্তরে তাহারা সরল ভাবে বলিয়াছিল, “মোগলরাজ্য আমাদের বেতনের জন্ত নিদিষ্ট ছিল ; বাঙ্গালী দেশকে আমাদের জায়গীর বলিয়া ধরিতাম ; সেখানে বারমাস অনায়াসে আমাদের লুণ্ঠন সংগ্ৰহ করিতাম ; এজষ্ঠ আমাদের কোন আমলা বা আমীন রাখিতে বা কাহারও নিকট হিসাব নিকাশ দিতে হইত না।” * এই উক্তিই তখনকার বঙ্গের প্রকৃত অবস্থা জ্ঞাপন করিতেছে । এইরূপ অবাধ দম্যতার ফলে বঙ্গবাসী এক সময়ে ধনে প্রাণে যে কত নিৰ্য্যাতিত হইয়াছিল, তাহ বলিবার নহে। তবে এই সম্পর্কে তাহার স্বদেশীয় সমাজের নিকটও কম নিগৃহীত হয় নাই । দস্থ্যর অত্যাচার সায়েস্ত থার সময় হইতে সম্পূর্ণ বন্ধ না হউক, একেবারে কমিয়া গিয়াছিল । কিন্তু সমাজের

  • “The Feringhis replied,” our Salary was the Imperial dominion we considered the whole of Bengal as our Jagir. All the twelve months we made our Collection ( i. e booty ) without trouble, we had not to bother ourselves about amlas or amins, nor had we to render accounts and balances to any, body." J. A s B, go?. No 6, p. 425. উক্ত প্রধান কাপ্টেনের নাম মুর নছে। মূলে Capitao mor uită, estă să Cuief Captain. *jir, Iista beta Aurangzib V1এর দ্বিতীয় সংস্করণে এ গ্রম সংশোধন করিয়াছেন।
  1. কিন্তু কমিয়া গেলেও সে অত্যাচার একেবারে যায় নাই। এমন কি বৃটিশ শাসন *tteis sta äté Rev J. Long Mitsta; sfe, rété stfat: "tif :-The Mugs as late as 1824, were object of terror even to Calcutta, and in 1760, the Government had a bund thrown across the river near the site of the Botanical Gardens to prevent them and the Portuguese pirates coming up.” J. A., S. B. 1864)