পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Xసిe যশোহর-খুলনার ইতিহাস পঞ্চাশ ঘাট বৎসর পূৰ্ব্বেও মহব্বংপুরের গড়ে দুইটি প্রকাও কামান ছিল । * কালীগঞ্জ হইতে ৫ মাইল উত্তরপূৰ্ব্ব কোণে তারালি নামক স্থানে t আর একটি এক মাইল দীর্ঘ গড় দেখিতে পাওয়া যায়, উহার প্রকৃত উদ্দেশু বুঝা যায় না। ঐ গড়ের উপর একস্থানে যে হাট বসে, তাহাকে ‘গড়ের হাট’ বলে। মহব্বতপুরের গড়টি খোলপেটুয়া নদী পৰ্য্যন্ত গিয়াছিল। তখন খোলপেটুয়া এখনকার মত বড় নদী ছিল না। সম্ভবতঃ সেতুদ্বারা নদী পার হওয়ার ব্যবস্থা ছিল। নদীর পর পার হইতে সমুচ্চ প্রকাণ্ড গড় পুনরায় প্রায় ৩ মাইল দূরবর্তী কপোতাক্ষী নদী পর্যন্ত বিস্তৃত ছিল। পূর্ণ দুই মাইল পৰ্য্যন্ত এই গড় বেশ ভাল অবস্থায় বৰ্ত্তমান আছে । এই গড়ের উত্তর পাশ্বে প্রতাপাদিত্যের নামানুসাবে

  • উহার একটি কামান যমুনার পাহাড় ভাঙ্গিয় পড়ায় নদীগর্ভে নিমজ্জিত হয়। অপরটি একজন ইংরাজ কৰ্ম্মচারী আসিয়া লইয়া যান। কালীগঞ্জ নিবাসী স্ক্রযুক্ত রাজেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় ইহ স্বচক্ষে দেখিয়াছেন এবং তিণি এখনও জীবিত আছেন।

{ রাম গোস্বামী নামক একজন প্রসিদ্ধ সাধকপুরুষ উত্তরীপুরে বাস করিতেন । তিনি তারালি, মাধুরালি এবং লক্ষ্মীনাথপুর এই তিন স্থানে তিনটি কালীবাড়ী ও সাধনপীঠ স্থাপন করেন। কথিত আছে, তিনি প্রত্যহ এই তিনটি পরস্পর দূরবর্তী স্থানে মায়ের পূজা করিতেন। একদা তিনি শুভক্ষণে সিদ্ধিলাভ করেন। প্রথমতঃ তিনি নলতার পার্শ্ববৰ্ত্তী কালীবাটীতে সাধনা করেন, কিন্তু ম৷ সেখানে তাহাকে দর্শন দিলেন না, তাই তিনি বলিয়াছিলেন, "মা! ঘুলি” অর্থাৎ আমাকে দেখা দিলি না : তাই সে স্থানের নাম হইল মাম্বুরালি, পরবর্তী সাধনপীঠে তার মা উহাকে দেখা দিলেন, তখন তিনি পূর্ণানলে চীৎকার করিয়া বলিয়াছিলেন, “তারা । এলি”—তাই সে স্থানের নাম হুইল ‘তারালি'। তিনটি স্থানেই মায়ের মূৰ্ত্তি নাই, ঘটে পূজা হয়। মাধুৰ্বালিতে একখানি প্রস্তরময় যোনিপীঠে পূজা হইত, সে পীঠ আছে এবং মূৰ্ত্তি প্রতিষ্ঠাও হইয়াছে। সেখানকার মন্দিরটি ষেশ উচ্চ, উহার গর্ড মন্দিরটির পরিমাণ ১৪-২"x১৬–২%, ঈশান কোণে একটি শিবমন্দির ছিল, উহা ভগ্ন হওয়ায় লিঙ্গটি মায়ের মন্দিরে আনীত হইয়াছে। - { এই গড়ের বিস্তুতি ১৪• ফুট হইতে ২২৪ ফুট পৰ্য্যন্ত দেখিয়াছি, এবং স্থানে স্থানে ৮১. ফুট উচ্চ আছে। কপোতাক্ষীর নিকটবৰ্ত্তী আধ মাইল স্থানে গড়টি নদীর সহিত সমতল इश्छ। शिग्राcश् । मडरड: कcभाडाकी नयी भखिब्रा शाऽब्रlग्र १३ याद भांश्ल शन कछ। পড়িয়ছে। লোকে বলে এসব দেবতার কীৰ্ত্তি : এক রাত্রিতে এই প্রাচীর গঠিত হয় ; রাজি শেষ হইলে খনকের ঝুড়ি ফেলিয়া চলিয়া যায়। এখনও একটা স্থানকে