পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রতাপের দুর্গ-সংস্থান )సి) প্রতাপনগর গ্রাম এবং দক্ষিণ ধারে গড় কমলপুর। কমলখোজা নামে প্রতাপের যে একজন বিশ্বস্ত প্রধান সেনাপতি ছিলেন, তাহারই নামানুসারে এই দুর্গের নাম C ৪ > কমলপুর দুর্গ। ইহাকে সাধারণতঃ কপোতাক্ষী দুর্গ বলা হইত এবং ইহা পূৰ্ব্বদেশীয় বা ভৈরব ও কপোতাক্ষা পথে আগত শত্র নিবারণের জন্ত একটি প্রধান বহিৰ্ব্বল ছিল। এই দুর্গ খোলপেটুয়া হইতে কপোতাক্ষী পৰ্য্যন্ত বিস্তৃত ; ইহার উত্তর সীমায় গড় ও দক্ষিণ সীমায় একটি পরিখা ছিল। সে পরিখা এক্ষণে খালে পরিণত হইয়াছে। খালের দক্ষিণে একটি মুপেয় সলিল পূর্ণ পুষ্করিণী এখনও বিদ্যমান আছে। দুর্গেব পূৰ্ব্বভাগে কপোতাক্ষীব পুৰ্ব্বধারে যেখানে এক্ষণে ভীষণ জঙ্গল রহিয়াছে, তথায় দমদম ও গাদিগুম নামক স্থানে এই দুর্গের ব্যবহারোপযোগী গোলাগুলি প্রস্তুত হইত । গড় কমলপুর হইতে কপোতাক্ষী দিয়া একটু দক্ষিণদিকে আসিলে কপোতাক্ষী ও খোলাপেটুয়ার মোহানায় পড়া যায়। সেখান হষ্টতে যুক্তনদী আড়পাঙ্গাসিয়া নামে সমুদ্রগামী হইয়াছে। ঐ মোহান হইতে গোলখালি দিয়া শাখবাড়িয়ায় পড়িতে হয় ; সে নদীতে জোয়ার দিয়া উত্তরমুখে গেলে নদীর পশ্চিমপারে বিখ্যাত বেদকাণী নামক স্থান । * তথায় প্রতাপাদিত্যের (৫) বেদকাণী “ঝুড়িঝাড়া” বলে । খুলনা জেলায় এমন প্রবাদ অনেক স্থানের সম্বন্ধে আছে ; তালার নিকট "আখড়ঝড়ার" স্তুপ, আগরহাটির নিকট ডালিঝড় নামক ভিট্ট দৃষ্টান্তস্থল। ১ম গও, ২•• পৃষ্ঠা । এই গডের মুথে খোলপেটুয়ার সন্নিকটে একটি ভাল পুষ্করিণী আছে, উহার জল স্বমিষ্ট এবং বহুদূর হইতে লোকে আসিয়া তথাকার জল লইয়া যায়। এই কুবিস্তৃত গড় একটি সম্পত্তিবিশেষ । বহুলোকে গড়ের উপরে ও পার্থে বাড়ী করিয়া গড়টিকে একটি গ্রাম করিয়াছে এবং গড়গ্রামে তাহদের বাড়ী বলিয়া পরিচয় দিয়া থাকে । পুষ্করিণীটির দক্ষিণ পারে যে হাট হয়, তাহার নাম গড়েয় হাট এবং পূৰ্ব্বপারে জমিদারী BBB S BBBBB DD DBB SBB BBB DDS BB BBBB BBS DDD DDDS BBBD DDD BBBS BBBB BBBS BB DDD DBBB BBB BB BB BBS সম্পত্তির মালিক । -

  • প্রতাপনগরের সমসূত্রে কপোতাক্ষী পার হইলে মদিনীর আবাদে (২১২ নং লাট । মাষ্ট্রয় গ্রামের মধ্য দিয়া শাগবাড়িয়া পৰ্যন্ত সোজা রান্ত ছিল। তথন নদীপথে ঘুরিয়া বেদকাশীতে যাইতে হইত না । উক্ত রাস্তার চিহ্ন এখনও আছে । - -