পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রতাপের তুর্গ-সংস্থান :ఫిసి বলে ; প্রতাপের বিখ্যাত সেনাপতি হায়দর মানকী এই দুর্গের অধ্যক্ষ ছিলেন বলিয়া ইহার নাম হইয়াছিল—হাক্সদব্ৰুগড় । • আড় পাঙ্গাসিয়া ও মালঞ্চের মধ্যবৰ্ত্তীস্থানে পূৰ্ব্বোক্ত আড়াই বাকীর খনিত খালের উত্তরাংশে একটি দুর্গ ও নৌবাহিনীয় প্রধান আডড ছিল। অগাষ্টাস পেড়ে নামক একজন বিখ্যাত পটুগীজ নৌসেনাপতি এই স্থানের অধ্যক্ষ ছিলেন। এই দুর্গকে ১• আড়াই কঁকীর দুগ বা ফিরিঙ্গি দুর্গ বলা যাইতে পারে। দুর্গের নিয়ে নৌবহর রাখিবারও ব্যবস্থা ছিল। একটু পূৰ্ব্বদিকে ংশ-কঞ্চিকার মত অৰ্দ্ধচন্দ্রাকারে একটি খাল খনিত হয়। ইহাকে কঞ্চিকার খাল বলিত ঝটিকাদির সময়ে সমস্ত জাহাজ ও নৌকা নিরাপদে এই খালের মধ্যে রাখা ইষ্টত। ধূমঘাট দুর্গ হইতে মাতলা দুর্গ পর্য্যন্ত সমস্ত জলপথের রক্ষণাবেক্ষণ কার্য ফিরিঙ্গি সেনাপতি দ্বাবা সাধিত হৃষ্টত ; এজষ্ঠ এই দীর্ঘ জলপথকে “ফিরিঙ্গি ফাড়ি” বলিত, ইহা ফিরিঙ্গি জাতীয় নাবিক প্রহরী দ্বারা রক্ষিত কৰ্ম্মক্ষেত্র । শত্রুর গতিবিধি দেখিবার জন্য এই পথে সৰ্ব্বদা চৌকি নৌকা ব। রণতরী চলাফেরা করিত এবং মোহানায় মোহানায় সাহায্যকারী ক্ষুদ্র ক্ষুদ্র বছর সজ্জিত থাকিত। এই বছরের অধ্যক্ষদিগকে মীরবচর বলিত। আমরা পূৰ্ব্ব পরিচ্ছেদে বিশদভাবে দেথাষ্টয়াছি আরাকাণী মগ ও ফিরিঙ্গি দসু্যরা কিরূপে বঙ্গোপসাগব হৃষ্টতে নদীপথে দেশের ভিতর প্রবেশ করিয়া শান্ত পল্লীবাসীর ধনপ্রাণ ও মান সন্ত্রমের উপর অত্যাচার আরম্ভ করিয়াছিল। মহারাজ প্রতাপাদিত্য এষ্ট ফিরিঙ্গি ফাড়ির সুরক্ষণ ও সুব্যবস্থা করিয়া এই দমু্যদলকে বারংবার পর্যাদস্ত করিয়া ছিলেন এবং তাহাদের দৌরাত্ম্য হইতে দেশরক্ষা করিয়া

  • এই দুর্গের স্থান বর্তমান মাতলা বা ক্যানিং সহরের উত্তরাংশে অবস্থিত। এস্থানে এখনও বুরুঞ্জখানা প্রকৃতি উচু চিপি দেখিতে পাওয়া যায় ; নিকটে প্রতাপ নগর নামক গ্রাম, কুঠি বাড়ী, রাজার খাল, হায়দর আবাট এখনও অনেক প্রাচীন কথা মনে করিয়া দেয়। এই DBB DDBB BBB BBBBBB gggB BB BBBB S DDB BBBB BBB DD DDS
  • এই দুর্গ ১৭৩নং লাটের অন্তর্গত । ইহাকে নোঁদুর্গ বলা বাইতে পারে ; নদীর মধ্যে রণতরী প্রভৃতি রাখিবার ভাল ব্যবস্থা ছিল । উপরে সাধারণ দুর্গের মধ্যে অধ্যক্ষ অগাষ্ট্রাল পেড়ে রকুঠি ছিল । যেখানে তাহার সামস্তি ভগ্নাবশেষ আছে, তাহাকে লোকে বড় কুঠি বলে ।

SS BBB BBB ggBB BBS BBBB Bg g BBS BB SLLLLLLLLLSS DD লিখিত হইয়াছে। এই কক্ষী এক্ষণে ২০২নং লটের পূর্ব বেষ্টন হুইয়াছে ।