পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર8૭ যশোহর-খুলনার ইতিহাস । চতুৰ্ব্বিংশ পরিচ্ছেদ উড়িষ্যাভিঘান ও বিগ্ৰহ-প্রতিষ্ঠা। আমরা পূৰ্ব্বে দেখিয়াছি, ১৫৮২ খৃষ্টাব্দে রাজা টােডরমল্প মোগলাধিক্কত বঙ্গরাজ্যের হিসাব প্রস্তুত করিয়া এবং শাসনের কতক ব্যবস্থা করিয়া এ দেশ হইতে চলিয়া যান। তিনি আর কখন বঙ্গদেশ শাসন করিতে আসেন নাই। বঙ্গের বিদ্রোহ কিন্তু র্তাহার যাওয়ার পরও শান্ত হয় নাই। এই বিদ্রোহ-বহ্নি বহুস্থানে নানা আকারে বহুকাল পর্য্যন্ত জলিয়াছিল, ইহার প্রশমন করিবার জন্য শাসনকর্তাদিগকে বহুকাল ধরিয়া বিড়ম্বিত হইতে হইয়াছিল। বঙ্গের রাজনৈতিক আকাশের সে অবস্থা আমরা পূৰ্ব্বে বর্ণনা করিয়াছি। টোডরমল্লের পর আকবর আর একজন প্রধান সেনাপতিকে বঙ্গে পাঠাইয়া দেন। ইহার নাম মীর্জা আজিজ, কোকা; ইনি বাদশাহের ধাত্রীপুত্র; স্বতরাং ইহার প্রতি তিনি আজীবন বিশেষ সদয় ও স্নেহযুক্ত ছিলেন । * বঙ্গে আসিবার কালে ইনি পাচ হাজারী মন্সবদার পদে উন্নীত হন, তখন ইহার নাম হয় খাই-আজম্‌। সাধারণতঃ ইহাকে আজম খাই বলা হয়। আজ খাঁ এক বৎসরের কিছু অধিক কাল বঙ্গে ছিলেন। ইহার আগমনের প্রাক্কালে প্রতাপাদিত্য নিজ নামে যশোহর-রাজ্যের সনন্দ লইয়া দেশে ফিরিয়াছিলেন । ঘটক কারিকা হইতে জানিতে পারা যায় যে, এই খাঁ আজমের সহিত প্রতাপদিত্যের প্রথম সংঘর্ষ হয়। এ কথা বিশ্বাসযোগ্য বলিয়া বোধ হয় না।

  • Though offended by his (Aziz) boldness, Akbar would but rarely punish him; he used to say: “Between me and Aziz is a river of milk which I cannot cross" Ain, Bloch, p. 325; FIR" GJGR 4* Ni(HH w woją w fintf("HR

ी घÉक कांब्रिकtग्न जांtझ् "जत्रोक्रमशिरु१ कच्ची छोइऔtच्न। यहीwछि: গ্রেবরামাস সেনানী আজিম খান সংজ্ঞকঃ। & 會錄 o আজিমং পাওয়ামাস তীব্রঘাতেন ভূতলে" । किइ छाशत्रौञ चासन्प्रू cयबन कtब्रन ७द९ डिनि अठांtभब्र गरिठ कूरु निझ्ड इन, आहे छलग्न छेद्धि३ छूण। नाजन् थांकबरब्रब्र श्रीगनकष्ण ०४४२ श्ध्ठ २sva "दीड वtत्र हिरणन. পরে বঙ্গে শাসেন নাই, এবং তিনি ১৬২৩-২৪ খৃষ্টাম্বে পরলোক গত হন। Ain p. 32,